নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন ৷৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে ত্রিপুরায় বিজেপি প্রদেশ কমিটি আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছে৷ তাতে, সমস্ত মন্ডল সভাপতিকে সঠিক প্রার্থী বাছাইয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব৷

খুব শীঘ্রই ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হবে৷ ফলে, সাংগঠনিকভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছে ত্রিপুরায় শাসক দল বিজেপি৷ ত্রিস্তর পঞ্চায়েত উপ-নির্বাচনে বিজেপির জয়জয়কার হয়েছিল৷ স্বাভাবিকভাবেই সাফল্যের ধারা অব্যাহত রাখতে চাইছে গেরুয়া শিবির৷
দলীয় সূত্রে খবর, ত্রিস্তর পঞ্চায়েতে এককভাবে লড়াই করবে বিজেপি৷ তাতে, শাসক জোট আইপিএফটি ছাড়াই ময়দানে নামতে চলেছে বিজেপি৷
আজ সমস্ত মন্ডল সভাপতিদের নিয়ে বিজেপি প্রদেশ শীর্ষ নেতৃত্ব বৈঠক করেছেন৷ এই বৈঠকে প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদিকা তথা সাংসদ প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতি কুমার ত্রিপুরা, মন্ত্রিসভার সদস্য রতন লাল নাথ, প্রণজিৎ সিংহ রায়, শান্তনা চাকমা এবং উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন৷
বিজেপি প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য জানিয়েছেন, আজ বৈঠকে সমস্ত মন্ডল সভাপতিদের প্রার্থী বাছাই বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ স্বচ্ছ ভাবমূর্তির এবং সংগঠনের প্রতি আনুগত্য রয়েছে তাঁদের প্রার্থী করার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে৷ তিনি আরও জানান, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিরাট সাফল্যের লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া হয়েছে মন্ডল সভাপতিদের৷ ফলে, তাঁরা আজ থেকেই নির্বাচনের প্রস্তুতিতে মাঠে ঝাপিয়ে পড়বেন বলে আশা করা যাচ্ছে৷

