নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন ৷৷ ফের দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে৷ অন্য আরেকটি ঘটনায় পুলিশের দুইটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে৷
সোমবার গভীর রাতে পাথর বোঝাই একটি ট্রাক লংতরাই পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাঁদে পড়ে যায়৷ তাতে ওই গাড়ির সহচালক আরিফ উদ্দিনের মৃত্যু হয়েছে৷ পুলিশ জানিয়েছে, এএস১১বিসি ৮৮১৩ নম্বরের ট্রাক চুড়াইবাড়ি থেকে পাথর বোঝাই করে সোনামুড়া যাচ্ছিল৷ লংতরাই পাহাড়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে গভীর খাঁদে পড়ে যায়৷ গাড়ি চাকায় পিষ্ট হয়ে সহচালকের মৃত্যু হয়েছে৷ চালক গাড়ি থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচেছেন৷ পুলিশ আরও জানিয়েছে, চালক ও সহ চালক কদমতলার বাসিন্দা৷
অন্য আরেকটি ঘটনায় মঙ্গলবার ভোররাতে তেলবাহি ট্যাঙ্কারের ধাক্কায় তেলিয়ামুড়া থানার ২টি গাড়ি দুমরে মুচড়ে গিয়েছে৷ ওই ঘটনায় থানার গাড়ি চালক অল্পেতে বেঁচেছেন৷ পুলিশ জানিয়েছে, টিআর ০১ কে ১৫৩৬ নম্বরের তেলবাহি ট্যাঙ্কারটি আগরতলা থেকে আমবাসা যাওয়ার পথে তেলিয়ামুড়া থানার সামনে প্রচন্ড গতিতে থানার দুটি গাড়িকে ধাক্কা মারে৷ তাতে দুটি গাড়ি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এই ঘটনায় পুলিশ ট্যাঙ্কারের চালক ও সহ চালককে গ্রেপ্তার করেছে৷