নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০, জুন৷৷ রাজধানী আগরতলা শহরে যানজট নিত্যদিনের সমস্যা হয়ে উঠেছে৷ যানজট সমস্যা মোকাবেলায় ট্রাফিক দপ্তর বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে৷ বিশেষ করে কর্মব্যস্ত সময়ে নো পার্কিং জোনে যাতে কোন ভাবেই যানবাহন ও বাইক পার্কিং না করা হয় সেজন্য ট্রাফিক পুলিশ জনসচেতনা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেছে৷
রাজধানী আগরতলা শহর এলাকার বটতলা নাগেরজলা এলাকায় ট্রাফিক জ্যাম সবচেয়ে বেশী পরিলক্ষিত হচ্ছে৷ তাতে যাত্রীদুর্ভোগ নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে৷ পরিস্থিতি মোকাবিলায় ট্রাফিক পুলিশ নো পার্কিং জোন চিহ্ণিত করে ওইসব জায়গায় কোন ধরনের যানবাহন পার্কিং এর উপর নিষেধাজ্ঞা জারী করেছে৷ এজন্য ট্রাফিক দপ্তর শ্রমিক সংগঠনের সার্বিক সহযোগিতা চেয়েছে৷ শ্রমিক সংগঠন বিএমএস তাতে সাড়া দিয়েছে৷
ফলে যানজট সমস্যা অচিরেই লাঘব হবে বলে আশা ব্যক্ত করেছেন ট্রাফিক পুলিশের সার্কেল অফিসার যুবরাজ চাকমা৷ সেসব জায়গায় ট্রাফিক পুলিশ পয়েন্ট রয়েছে সেই সব জায়গায় সিগন্যাল দেওয়ার পর রাস্তায় যানবাহন কিংবা মোটর বাইক নিয়ে দাঁড়ানোর সময় বাম পাশ দিয়ে অ্যাম্বুলেন্স কিংবা দমকল বাহিনীর মতো জরুরী প্রয়োজনের যানবাহন যাতায়াতের রাস্তা খোলা রাখার জন্য যানবাহনের মালিক ও চালকদের প্রতি আহ্বান জানানা হয়েছে৷