BRAKING NEWS

উত্তর প্রদেশে বজ্রাঘাত ও ধুলো ঝড়ের তাণ্ডব : প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু ১৩ জনের

লখনউ, ৭ জুন (হি.স.): উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় বজ্রাঘাত ও ধুলো ঝড়ের তাণ্ডবে অকালেই মৃত্যু হল ১৩ জনের| এছাড়াও প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন কমপক্ষে ২১ জন| উত্তর প্রদেশের ত্রাণ কমিশনার জানিয়েছেন, ‘উত্তর প্রদেশের মৈণপুরীতে ধুলো ঝড় ও বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ছ’জনের| এটাহ এবং কাশগঞ্জে তিনজন করে প্রাণ হারিয়েছেন এবং মোরাদাবাদে বজ্রাঘাতে একজনের মৃত্যু হয়েছে|’

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ধুলো ঝড়ের তাণ্ডব চলে উত্তর প্রদেশের মৈণপুরী, এটাহ, কাশগঞ্জ, মোরাদাবাদ এবং বদায়ুঁ-সহ বিভিন্ন জেলায়| ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ে প্রচুর গাছ, এমনকি দেওয়াল ভেঙে পড়ে বিভিন্ন প্রান্তে|

ত্রাণ কমিশনার আরও জানিয়েছেন, মৃতের সংখ্যা সর্বাধিক মৈণপুরীতে| মৈণপুরীতে ছ’জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা ২০-রও বেশি| বদায়ুঁতে আহত হয়েছেন একজন| ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *