BRAKING NEWS

বিশ্বকাপে রূদ্ধশ্বাস লড়াইয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জয় অস্ট্রেলিয়ার

নটিংহ্যাম, ৭ জুন (হি.স.) : ট্রেন্ট ব্রিজে রূদ্ধশ্বাস লড়াইয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জয় পেল অস্ট্রেলিয়া৷ মিচেল স্টার্কের দুরন্ত বোলিংয়ে রুদ্ধশ্বাস লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৫ রানে হারিয়ে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া৷ সেই সঙ্গে অধিনায়ক হিসেবে টানা ১০টি একদিনের ম্য্যাচে জয় পেলেন ফিঞ্চ৷ রবিবার কেনিংটন ওভালে ভারতের বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া৷


ম্যাচের শুরুটা দারুণ করেছিল ওয়েস্ট ইন্ডিজ কিন্তু শেষটা করল অস্ট্রেলিয়া৷ ম্যাচের শুরুতে অজি ইনিংসে ধস ধরিয়েছিলেন ক্যারিবিয়ান পেসাররা৷ আর ম্যাচের শেষে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞান ব্যাটিং অজিদের হাতে জয় তুলে দেয়৷ ২৮৯ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের৷ মাত্র ৩১ রানে দুই ক্যারিবিয়ান ওপেনারই ড্রেসিংরুমে ফেরেন৷ এভিন লুইস ১ এবং ক্রিস গেইল ২১ রান করে আউট হন৷ কিন্তু তৃতীয় উইকেটে হোপ-পুরনের ৬৮ রানের পার্টনারশিপে লড়াইয়ে ফেরে ওয়েস্ট ইন্ডিজ৷ ৬৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন হোপ৷ মন্থর ইনিংস হলেও দলের জন্য হোপের এই ব্যাটিং ছিল অপরিহার্য৷ ১০৫ বলের ইনিংসে মাত্র সাতটি বাউন্ডারি মারেন হোপ৷ তবে ৩৬ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন পুরান৷ এর পর দলের হাল ধরেন ক্যাপ্টেন জেসন হোল্ডার৷ তাঁর অনবদ্য হাফ-সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখতে শুর করে ওয়েস্ট ইন্ডিজ৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ ৪৬ ওভারে মিচেল স্টার্কের জোড়া উইকেটে ক্যারিবিয়ান ইনিংসের কফিন শেষ পেরেক পুঁতে দেন৷ ৯ উইকেটে ২৭৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ৷


কিন্তু দলকে ২৮৮ রানে পৌঁছে দেন কুলটার-লাইন ও স্মিথের অনবদ্য লড়াই৷ আফগানদের বিরুদ্ধে প্রথম ম্যাচ রান না-পেলেও এদিন ক্যারিবিয়ান পেসারদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করে ৭৩ রানের অনবদ্য ইনিংস খেলেন প্রাক্তন অজি অধিনায়ক৷ ১০৩ বলের ইনিংসে মাত্র ৭টি বাউন্ডারি মারেন স্মিথ৷ তাঁর সঙ্গে প্রথমে ক্যারি ও পরে কুলটার-নাইল বড় পার্টনারশিপ গড়ে বিপর্যয় কাটিয়ে অস্ট্রেলিয়াকে বড় রানে পৌঁছে দেন৷ ষষ্ঠ উইকেটে স্মিথ ও ক্যারি ৬৮ এবং সপ্তম উইকেটে ১০২ রানের পার্টনারশিপ গড়েন স্মিথ ও কুলটার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *