আহমেদাবাদ, ৭ জুন (হি.স.): গুজরাটের ভারুচ জেলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বহুতলের একাংশ। ইট-কংক্রিট-সহ ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের। এছাড়াও আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ভারুচে আচমকাই ভেঙে পড়ে একটি বহুতলের একাংশ। সেই সময় ওই বাড়ির ভিতরে তিনজন উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে আচমকাই একটি বহুতলের একাংশ ভেঙে পড়ে। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন প্রতিবেশীরা। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খবর দেওয়া হয় নিকটবর্তী থানায়। পুলিশ আসার আগেই ধ্বংসস্তূপ থেকে তিনজনকে উদ্ধার করেন প্রতিবেশীরা। সংজ্ঞাহীন অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। কী কারণে ভেঙে পড়ল বহুতলটি, তা তদন্ত করে দেখছে পুলিশ।