BRAKING NEWS

কদমতলায় দুই কুখ্যাত বাইক চোর পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৫ জুন ৷৷ উত্তর জেলার ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়ত মোটর বাইক চুরি যাচ্ছে৷ এই চোর চক্রের সাথে জড়িতদের ধরতে তৎপর পুলিশ৷সবচেয়ে আশ্চর্যজনক বিষয় বাইক চুরিতে যে সমস্ত যুবকদের নাম উঠে এসেছে তারা সবই ভালো পরিবারের ছেলে৷ আরো জানা গেছে এরা ড্রাগ সহ বিভিন্ন নেশা সেবনের টাকা জোগাড় করতে গিয়ে বাইক চুরিতে নেমেছে৷

এই চক্রে আসামের একটি চোর চক্রও জড়িত আছে৷গত চার দিন পূর্বে কদমতলা থানা এলাকা থেকে একটি বাইক চুরি হয়ে যাওয়ার অভিযোগ আসে কদমতলা থানার পুলিশের হাতে৷ সাথে সাথেই কদমতলা থানার ওসি দেবজিত চ্যাটার্জি ও আই ও অপু দাস তদন্তে নেমে কুখ্যাত দুই বাইক চোরকে আটক করেন৷আটকাধীন দুই চোর প্রসেনজিৎ পাল(২২) কদমতলা এলাকার পাল পাড়ার বাসিন্দা এবং অপর চোরটি মিলন দেব(২৩) চুরাইবাড়ি এলাকার রেল তিমাথার বাসিন্দা৷

ধৃত দুই চোর কদমতলা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ওরাই বাইক চুরি কান্ডে যুক্ত৷কদমতলা থানার পুলিশ আটকাধীন চোরের জিজ্ঞাসাবাদের উপর ভিত্তি করেই কদমতলা থানা এলাকার পৃথক পৃথক দুটি যাওগা থেকে চুরি হওয়া দুটি বাইক উদ্ধার করে৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বহু তথ্য জানতে পেরেছে পুলিশ৷আজ ধৃত দুই চোরকে ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করা হয়৷প্রসঙ্গত গত চারদিন আগে কদমতলা বাজার থেকে একটি বাইক চুরি হয় প্রতিনিয়ত বাইক চুরির ঘটনায় উৎকণ্ঠায় ধর্মনগর মহকুমার বাসিন্দারা৷ এই অভিযানের নেতৃত্ব দেন কদমতলা থানার ওসি দেব জিৎ চ্যাটার্জী ও এস আই অপু দাস৷

থানার ওসি জানান, ধৃত দুই চোর স্বীকার করেছে যে ওরা বাইক চুরি কান্ডে যুক্ত৷ ওদের জিজ্ঞাসাবাদ করেই চুরি হওয়া দুটি বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছেন৷দুটি বাইক নম্বর বিহীন হিরো সুপার স্ফেন্ডার৷কালো ও লাল রঙের দুটি বাইক৷উনি আরো জানান,উনাদের এধরনের প্রয়াস জারি থাকবে এবং উনারা চেষ্টা করছেন এই বাইক চুরি চক্রের বাকি পাণ্ডাদের জালে তুলতে৷কদমতলা থানার পুলিশ মামলা হাতে নিয়েছে ঘটনাটি তদন্ত করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *