BRAKING NEWS

আটটি ক্যাবিনেট কমিটি পুর্নগঠন করল কেন্দ্র, নিরাপত্তা কমিটিতে মোদী-রাজনাথ-অমিত

নয়াদিল্লি, ৬ জুন (হি.স.): প্রধান আটটি ক্যাবিনেট কমিটি পুনর্গঠন করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার| এই আটটি ক্যাবিটেন কমিটি হল, যথাক্রমে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি, অর্থ বিষয়ক ক্যাবিনেট কমিটি, সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটি, রাজনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটি, নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি, বিনিয়োগ ও বৃদ্ধি বিষয়ক ক্যাবিনেট কমিটি,অ্যাকোমোডেশন বিষয়ক ক্যাবিনেট কমিটি এবং কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক ক্যাবিনেট কমিটি|

নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমণ এবং বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর| নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি-সহ মোট ছ’টি কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| পাশাপাশি সমস্ত ক্যাবিনেট কমিটিতেই রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| অর্থ বিষয়ক ক্যাবিনেট কমিটিতে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও রয়েছেন নীতিন গড়কড়ি, নির্মলা সীতারমণ, পীযূষ গোয়েল, রাজনাথ সিং, ডি ভি সদানন্দ গৌড়া, নরেন্দ্র সিং তোমার, রবিশঙ্কর প্রসাদ, হরসিমরত কৌর বাদল, ড. এস জয়শঙ্কর এবং ধর্মেন্দ্র প্রধান|

সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটিতে রয়েছেন, অমিত শাহ, নির্মলা সীতারমণ, নরেন্দ্র সিং তোমার, রবিশঙ্কর প্রসাদ, রামবিলাস পাসোয়ান, থাওয়ার চন্দ গেহলট, প্রকাশ জাভড়েকর এবং প্রহ্লাদ যোশি| রাজনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটিতে রয়েছেন,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, নীতিন গড়কড়ি, নির্মলা সীতারমণ, রামবিলাস পাসোয়ান, নরেন্দ্র সিং তোমার, রবিশঙ্কর প্রসাদ, হরসিমরত কৌর, পীযূষ গোয়েল, হর্ষ বর্ধন, অরবিন্দ গণপত সাওয়ান্ত এবং প্রহ্লাদ যোশি| এছাড়াও আরও চারটি ক্যাবিনেট কমিটি পুনর্গঠন করা হয়েছে| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *