লখনউ, ৫ জুন (হি.স.): খুব বেশি দিন টিকল না ‘মহাজোট’-এর সুসম্পর্ক| একলা চলার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবতী| উত্তর প্রদেশে ১১ জন বিধায়ক লোকসভায় জিতে এসেছেন| এবার ওই সমস্ত আসনগুলিতে উপ-নির্বাচন হবে| মায়াবাতী ইতিমধ্যেই জানিয়েছেন, সব ক’টি উপনির্বাচনেই একলা লড়বে বহুজন সমাজ পার্টি| সমাজবাদী পার্টি (সপা)-র প্রধান অখিলেশ যাদবও জানিয়েছেন, ‘১১টি আসনে সমাজবাদী পার্টিও একাই লড়বে|’ তবে, মহাজোট এবং নির্বাচনে একা প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে অখিলেশের মত হল, ‘রাজনৈতিক পথ প্রত্যেকের জন্যই খোলা রয়েছে|’ বুধবার সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে অখিলেশ যাদব বলেছেন, ‘‘কখনও কখনও পরীক্ষায় সফল হওয়া যায় না, কিন্তু দুর্বলতা সম্পর্কে জানা যায়| প্রথম সাংবাদিক সম্মেলেন মায়াবাতীজীর উদ্দেশ্যে আমি বলেছিলাম ‘আমার সম্মান তাঁর সম্মানই হবে’ আমি এখনও তাই বলছি| যতদূর পর্যন্ত মহাজোট এবং নির্বাচনে একা প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়, রাজনৈতিক পথ প্রত্যেকের জন্যই খোলা রয়েছে|’’
সপা প্রধান অখিলেশ যাদব এদিন আরও বলেছেন, ‘উপ-নির্বাচনে যদি আমাদের একাই প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, তবে এ বিষয়ে আমি দলের সমস্ত নেতার সঙ্গে ভবিষ্যতের রণকৌশল নিয়ে আলোচনা করব|’ উল্লেখ্য, লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিজেপিকে রুখতে হাত মিলিয়েছেন মায়াবতী এবং অখিলেশ যাদব| দু’জনেরই স্বপ্ন পূরণ হয়নি| তাই এবার একলা চলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবতী|