দ্বাদশের কলা ও বাণিজ্য ৬ জুন, মাধ্যমিকের ফল ঘোষণা ৮ জুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন ৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কলা ও বাণিজ্য বিভাগের ফলাফল ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে৷ ৬ জুন উচ্চ মাধ্যমিক এবং ৮ জুন মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবে পর্ষদ৷ সোমবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড় ভবতোষ সাহা এ-কথা জানিয়েছেন৷


তিনি জানান, গত ২১ মে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিষয়ের ফলাফল ঘোষণা করা হয়েছিল৷ মূলত, উচ্চ শিক্ষায় কারিগরি বিষয়ে বিভিন্ন কলেজে ভরতির জন্যই উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিষয়ের ফলাফল আগে ঘোষণা করা হয়েছিল৷ এখন দ্বাদশের কলা ও বাণিজ্য বিভাগের ফলাফল ঘোষণা করা হবে ৬ জুন৷ তিনি জানান, ওই সকাল ৯-টায় পর্ষদের মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে দ্বাদশের কলা ও বাণিজ্য বিষয়ের ফলাফল ঘোষণা করা হবে৷ পাশাপাশি, ৮ জুন সকাল নয়টায় মাধ্যমিকের ফলাফল ঘোষণা দেওয়া হবে৷


ড় সাহার দাবি, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের ফলাফল ঘোষণার দিন সমস্ত বিদ্যালয়ে মার্কশিট পৌঁঁছে যাবে৷ তাছাড়া ৬ এবং ৮ জুন সকাল ৯-টা ৪৫ মিনিট থেকে অনলাইনে এবং এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা৷