BRAKING NEWS

কাশ্মীরে সন্ত্রাস-মুক্ত অভিযান অব্যাহত : শোপিয়ানে এনকাউন্টারে খতম একজন সন্ত্রাসবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ

শ্রীনগর, ৩ জুন (হি.স.): ‘সন্ত্রাস-মুক্ত’ কাশ্মীর গড়তে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। বিগত পাঁচ মাসে নিরাপত্তা বাহিনীর জোরদার অভিযানে কাশ্মীরে কমপক্ষে ১০১ জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। তার মধ্যে ২৫ জন বিদেশি। বাকি ৭৬ জনই স্থানীয় তরুণ। কাশ্মীরকে ‘সন্ত্রাস-মুক্ত’ করতে ভূস্বর্গে জঙ্গি নিকেশ অভিযান অব্যাহত নিরাপত্তা বাহিনীর। জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলার মোলু-চিত্রগাম এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী। গুলির লড়াই শেষে এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। 

জম্মু ও কাশ্মীর পুলিশের উর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার মোলু-চিত্রগাম এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার ভোর থেকেই সন্দেহজনক ওই স্থানে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের নিশানা করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা। এরপরই উভয়পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। ঘন্টাখানেকের বেশি সময় ধরে গুলির লড়াই শেষে সোমবার সকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী। পদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, সাময়িকের জন্য গুলির লড়াই থেমে যাওয়ার পর এনকাউন্টারস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *