BRAKING NEWS

রাজস্থানে পুকুরে স্নান করার সময় জলে ডুবে মৃত্যু চারটি বালকের, শোকস্তব্ধ পরিবারের সদস্যরা

কারৌলি (রাজস্থান), ১ জুন (হি.স.): রাজস্থানের কারৌলি জেলায় পুকুরে স্নান করার সময় জলে ডুবে মৃত্যু হল চারটি বালকের| শুক্রবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কারৌলি জেলার লাঙ্গরার সাঙ্কড়া গ্রামে| মৃত বালকদের বয়স ৫-৯ বছরের মধ্যে| তাঁদের নাম হল, মোনু (৯), মিট্টু (৬), কপিল (৯) এবং হিম্মত (৫)| শুক্রবার সন্ধ্যায় শঙ্করি গ্রামে গবাদি পশুদের ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিল ওই চারজন বালক| গবাদি পশুরা যখন ঘাস খাচ্ছিল, সেই সময় পুকুরে স্নান করতে নামে চারজন বালক| রাত হয়ে যাওয়ার পর গবাদি পশুরা বাড়ি ফিরলেও, বালকেরা নিখোঁজ ছিল| এরপর অনেক খোঁজাখুঁজির পর রাত ন’টার পরে পুকুর থেকে তাঁদের দেহ উদ্ধার হয়| ময়য়নাতদন্তের পর মৃতদেহ গুলি শনিবার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে|

লাঙ্গরি পুলিশ স্টেশনের এসজিও গিররাজ জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় সাঙ্কড়ি গ্রামে গবাদি পশুদের মাঠে চড়াতে নিয়ে গিয়েছিল ওই চারজন বালক| গবাদি পশুরা যখন ঘাস খাচ্ছিল, সেই সময় পুকুরে স্নান করতে নামে ওই চারজন বালক| রাত হয়ে যাওয়ার পর গবাদি পশুরা বাড়ি ফিরলেও, বালকেরা নিখোঁজ ছিল| এরপর অনেক খোঁজাখুঁজির পর রাতেই পুকুর থেকে তাঁদের দেহ উদ্ধার হয়| চারটি বালকের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ তাঁদের পরিবারের সদস্যরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *