দিল্লিতে লাইট বাল্ব তৈরির ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুম্বইয়ে রাবার কারখানায় আগুন

নয়াদিল্লি ও মুম্বই, ২৮ মে (হি.স.): সাতসকালে আগুন-আতঙ্ক রাজধানী দিল্লি এবং বাণিজ্যনগরী মুম্বইয়ে। মঙ্গলবার সকালে দিল্লির পীরা গার্হি এলাকার উদ্যোগ নগরে অবস্থিত একটি লাইট বাল্ব তৈরির ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার কিছুক্ষনের মধ্যেই লাইট বাল্ব তৈরির ফ্যাক্টরি এবং সংলগ্ন এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের মোট ১৫টি ইঞ্জিন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। দমকল কর্মীদের দীর্ঘক্ষনের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। তবে, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।


এছাড়াও মঙ্গলবার সকালেই মুম্বইয়ের পোওয়াই এলাকায় অবস্থিত একটি রাবার ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। ফ্যাক্টরিতে প্রচুর পরিমানে দাহ্য মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকলের চারটি ইঞ্জিনের দীর্ঘক্ষনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।