পালঘর (মহারাষ্ট্র), ২৮ মে (হি.স.): মহারাষ্ট্রের পালঘর জেলার তারাপুর শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত বর্ষা অরগানিক প্রাইভেট লিমিটেড-এ রাসায়নিক বিস্ফোরণ| রাসায়নিক বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন দু’জন| তাঁদের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| গুরুতর আহত অবস্থায় তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার গভীর রাতে তারাপুর শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত বর্ষা অরগানিক প্রাইভেট লিমিটেড-এ রাসায়নিক বিস্ফোরণ হয়| বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন দু’জন|

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রাসায়নিক বিস্ফোরণের পরই বর্ষা অরগানিক প্রাইভেট লিমিটেড-এর পক্ষ থেকে থানায় খবর দেওয়া হয়| পুলিশের গাড়িতে করেই দু’জন নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| তাঁদের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| দমকল এবং রাসায়নিক বিশেজ্ঞরাই বলতে পারবেন কী কারণে বিস্ফোরণ, অভিমত পুলিশের| আহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে|

