BRAKING NEWS

তৃণমূল নেত্রীর লম্ফজম্ফের জবাব দিয়েছেন পশ্চিমবঙ্গবাসী : বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ তৃণমূল নেত্রীর লম্ফজম্ফের জবাব দিয়েছেন পশ্চিমবঙ্গবাসী৷ বাংলার মানুষ তাঁর স্বৈরাচারী শাসনের অবসান চেয়েছেন, আজ লোকসভা নির্বাচনের ফলাফলে তা প্রমাণিত হয়েছে৷ বৃহস্পতিবার আগরতলায় বিজেপি সদর কার্য্যালয়ে সাংবাদিক সম্মেলনে এইভাবেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যাণার্জিকে বিঁধেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, নরেন্দ্র মোদির কর্মনিষ্ঠা ও দেশের জনগণের প্রতি তাঁর দায়বদ্ধতার দাম দিয়েছেন জনগণ৷ দেশের উন্নতির প্রশে নরেন্দ্র মোদির বিকল্প কেউ হতে পারেন না, তা আবারও প্রমাণিত হয়েছে৷ তাই বিপ্লব কুমার দেব দেশবাসীকে কুর্ণীশ জানিয়েছেন৷


ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির আজ ঐতিহাসিক জয় হয়েছে৷ তবে, লোকসভা নির্বাচনের এই ফলাফল শুধু বিজেপির নয়, সমগ্র দেশবাসীর জয় বলে দাবি তাঁর৷ বিপ্লবের মতে, পাঁচ বছরের রিপোর্ট কার্ডের ভিত্তিতেই দেশের জনগণ আবারও নরেন্দ্র মোদিকে জয়ী করেছে৷ বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-র রাজনৈতিক রণকৌশলে বিরোধীরা ধরাশায়ী হয়েছেন৷ তাঁর দাবি, নির্বাচনী ফলাফল নরেন্দ্র মোদির কর্মক্ষমতা, দৃঢ়তা এবং দেশপ্রেমের প্রতিফলন৷ সে জন্যই প্রত্যেক রাজ্যে বিজেপি বিপুল ভোটে জয় ছিনিয়ে নিয়েছে৷


বিপ্লব বলেন, ২০১৪ নির্বাচনে দেখেছি হিন্দি বলয়ে বিজেপি ভাল ফলাফল করেছিল৷ কিন্তু এবার দেশের প্রত্যেক প্রান্তে পদ্ম ফুটেছে৷ তিনি দাবি করেন, নরেন্দ্র মোদির নতুন ভারত তৈরির কল্পনা এবং ভারতবাসীর সুন্দর ভবিষ্যত গড়ে তোলার জেদ এবার লোকসভা নির্বাচনে বিজেপিকে গত নির্বাচনের থেকেও বেশি আসনে জেতাতে সহায়তা করেছে৷
ত্রিপুরা প্রসঙ্গে বিপ্লব দেব বলেন, নানা ষড়যন্ত্র সত্বেও রাজ্যবাসী বিজেপির প্রতি আস্থা রেখেছেন৷ সমস্ত চক্রান্তের জবাব ত্রিপুরাবাসী ভোটের ফলাফলের মাধ্যমে দিয়েছেন৷ তাই দুই আসনে দেড় লক্ষের অধিক ব্যবধানে বিজেপি প্রার্থীরা জয়ী হতে চলেছে৷ এদিন তিনি সতর্ক করে বলেন, যারা ষড়যন্ত্র করেছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷


বিপ্লবের কথায়, লোকসভা নির্বাচন তাঁকে মানুষ চিনতে সহায়তা করেছে৷ রাজনীতি নতুনভাবে শিখিয়েছে৷ তাঁর বক্তব্য, এই নির্বাচনে সরকারী কর্মচারী, কার্যকর্তা, রাজনৈতিক নেতৃত্বদের চিনতে পেরেছি৷ ফলে, আগামীদিনে সরকার এবং দল পরিচালনায় ভিষণ সহায়তা মিলবে৷ তাঁর মতে, ত্রিপুরায় কর্মসংসৃকতি বামেদের পঁচিশ বছরের শাসনে ঘূণে ধরেছে৷ তাই, মন্ত্রিসভা গত দেড় বছরে প্রচুর জনমুখী সিদ্ধান্ত নিয়েও জনগণের প্রত্যাশা পূরণে ঘাটতি রয়ে গিয়েছে৷
বিপ্লব দেব আজ সিপিএমকে নিশানা করে বলেন, শুধু দূর্বলতা খঁুজে বের করাই বিরোধীদের রুটিন হয়ে দাঁড়িয়েছে৷ মানুষের স্বার্থে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসার বদলে রাজ্য সরকারের বিরুদ্ধে কেবল ষড়যন্ত্র করেছে৷ তাই মানুষ তাঁদের যোগ্য জবাব দিয়েছেন৷ বিপ্লবের কথায়, ত্রিপুরাকে বদনাম করে জনগণকে জয় করা সম্ভব নয়৷
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্য এবং দেশ থেকে কমিউনিস্টরা আগামীদিনে মুছে যাবে৷ কারণ, তাঁদের জমির সাথে যোগ নেই, কেবল অভিযোগের পিটারা খুলে বসে থাকেন, কটাক্ষের সুরে বলেন বিপ্লব দেব৷ তাঁর মতে, গত দেড় বছরে দারুণভাবে লড়াইয়ে ফিরে এসেছে কংগ্রেস৷ বিধানসভা নির্বাচনে ২ শতাংশের ভোটের হার লোকসভা নির্বাচনে বেড়ে কংগ্রেস দ্বিতীয় স্থান দখল করেছে৷ তিনি মনে করেন, বিরোধী শক্তিশালী হওয়া গণতন্ত্রের জন্য খুবই জরুরী৷
আজ বিপ্লব দেব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যাণার্জিকে এক হাত নিয়েছেন৷ তিনি কটাক্ষের সুরে বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল নেত্রীর লম্ফজম্ফের জবাব দিয়েছেন ওই রাজ্যের জনগণ৷ পশ্চিমবঙ্গের মানুষ ঐতিহাসিক রায় দিয়েছেন৷ কারণ, তাঁরা তৃণমূলের স্বৈরাচারী শাসন কোনভাবেই মেনে নিতে চাইছেন না, নির্বাচনী ফলাফলে তা বুঝিয়ে দিয়েছেন৷ বিপ্লব বলেন, নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহের হেলিকপার নামতে দেওয়া হয়নি পশ্চিমবঙ্গে৷ তিনি নিজে চারটি সভা করতে পারেননি ওই রাজ্যে, ক্ষোভের সুরে তা জানিয়েছেন৷ তাই, মানুষ নির্বাচনে তৃণমূলকে যোগ্য জবাব দিয়েছেন৷ চোরা স্রোত বয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে তা তৃণমূল নেত্রী আঁচ করতেও পারেননি, বিদ্রুপ করে বলেন বিপ্লব দেব৷
লোকসভা নির্বাচনে বিজেপির এই সাফল্যের জন্য বিপ্লব দেব ত্রিপুরার সমস্ত কার্যকর্তা, পৃষ্ঠাপ্রমুখ, নেতা এবং মন্ত্রিদের পাশাপাশি সমগ্র দেশবাসীকে কুর্ণীশ জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *