নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ ঊনকোটি জেলা সদর কৈলাসহরের পানিচৌকি বাজারে চোরের উৎপাতে অতীষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা৷ বাধ্য হয়ে শুক্রবার কৈলাসহর মাচের্নস্যাসোসিয়েশ এক প্রতিনিধি দল কৈলাসহর থানায় গিয়ে ওসি দেবাশিস সাহার হাতে এফআইআর-এর পাশাপাশি একটি স্মারকপত্র তুলে দিয়েছেন৷ এই খবর দিয়ে প্রতিনিধি দলের জনৈক সদস্য জানান, ওসির কাছে পানিচৌকি বাজারে নৈশকালীন পুলিশি টহল বাড়ানো এবং বাজারে স্থায়ী পুলিশ পিকেট বসানোর দাবি জানিয়েছেন তাঁরা৷

তিনি জানান, গহত কয়েকদিন আগে রাতে ফরেস্ট অফিস রোডে জনৈক নিখিল দেবের দোকানে চুরি হয়৷ তিন লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে যায় চোরের দল৷ প্রতিনিধি দলের সদস্যটি জানান, গত এক বছরে বাজারে একাধিক চুরির ঘটনা ঘটেছে৷ কিন্তু একজন চোরও ধরা পড়েনি৷ ফলে ক্ষুব্ধ ব্যবসায়ীরা প্রতিবাদী হন৷ তাই বাধ্য হয়ে আজ কৈলাসহর মাচের্নস্যাসোসিয়েশ এক প্রতিনিধি দল থানার ওসি দেবাশিস সাহার সঙ্গে দেখা করে প্রতিকার চেয়েছে৷ওসি নাকি তাঁদের আশ্বাস দিয়েছেন, পানিচৌকি বাজারের নৈশকালীন প্রহরার ব্যবস্থা করার পাশাপাশি স্থায়ী পুলিশ পিকেট বসানোর ব্যাপারে ঊর্ধতন কর্তৃপক্ষের নজরে আনা হবে৷

