নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ গাছে বেঁধে গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সমস্ত অপরাধীদের গ্রেফতারের দাবিতে শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস৷ ১২ ঘণ্টার মধ্যে ওই খুনের সাথে যুক্তদের গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে মহিলা কংগ্রেস৷ এদিকে, মহিলা কংগ্রেসের এই আন্দোলনের তীব্র নিন্দা করেছে বিজেপি৷ বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে সিপিএমের মদতে কংগ্রেস অস্থির বাতাবরণ সৃষ্টির চেষ্টা করছে৷

প্রসঙ্গত, সিপাহিজলা জেলার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অধীন মধুপুরে অনুমতি সরকারকে গাছে বেঁধে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল৷ ওই ঘটনায় প্রথমে গৃহবধূর স্বামী শ্বাশুড়ি, ননদ ও এক দেওরকে আটক করেছিল পুলিশ৷ কিন্তু, দেবর তাপশ চৌধুরী ছাড়া বাকি তিনজনকে পুলিশ ছেড়ে দিয়েছে৷
এই ঘটনায় শুরু থেকেই ময়দানে নেমেছে প্রদেশ মহিলা কংগ্রেস৷ আজ সকাল ৮টা নাগাদ প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী জয়দানি ত্রিপুরার নেতৃত্বে মহিলারা ওই গৃহবধূ হত্যার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছে৷ এদিন তাঁরা মুখ্যমন্ত্রীর বাসভবনে যাওয়ার পথে ব্যারিকেড ভেঙে মূল ফটকের সামনে পৌঁছে গিয়েছিলেন৷ সেখানে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ কর্মীরা কিছু বোঝার আগেই মহিলা কংগ্রেসের সদস্যারা মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে পৌঁছে যান৷ সঙ্গে সঙ্গে পুলিশ কর্মীরা ছুটে গিয়ে তাঁদের সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে আসেন৷
আজকের বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী বলেন, ত্রিপুরায় নারীরা আজও অসুরক্ষিত৷ মধুপুরে গাছে বেঁধে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা করা হয়েছে৷ অথচ ওই ঘটনার সাথে যুক্তদের আজও গ্রেফতার করেনি পুলিশ৷ তাঁর অভিযোগ, ওই ঘটনায় একজনকে গ্রেফতার করা হলেও, ওই গৃহবধূর স্বামী, শ্বাশুড়ি এবং ননদকে গ্রেফতার করছে না পুলিশ৷ তিনি ১২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন৷ অন্যথা, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷
এদিকে, প্রদেশ মহিলা কংগ্রেসের বিভোভ আন্দোলন কর্মসূচীর তীব্র সমালোচনা করেছে বিজেপি৷ বিজেপির তরফে প্রেস বিবৃতিতে বলা হয়েছে মিথ্য নানা অজুহাতে কংগ্রেস এই রাজ্যে সিপিএমের মদতে অস্থির বাতাবরণ সৃষ্টি করতে চাইছে৷ বিপ্লব কুমার দেব নেতৃত্বাধীন বিজেপি পরিচালিত সরকার প্রতিষ্ঠার পর থেকেই এই ধরনের কার্যকলাপ পরিলক্ষিত হচ্ছে৷ তারই এক নমুনা শুক্রবার পরিলক্ষিত হয়েছে বলে দাবি করেছে বিজেপি৷ মুধুপুরের ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর না নিয়ে এমনকি সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের সঙ্গে কোন ধরনের আলোচনা না করেই এলাকার গৃহবধূ অনুমতি সরকারের রহস্যমৃত্যুকে রাজনৈতিক রং দেবার চেষ্টা করেছে কংগ্রেস৷
এমনকি এই ঘটনা ঘিরে রাজ্য সরকারকে অপবাদ দেওয়ার চেষ্টা হয়েছে৷ জনবিচ্ছিন্ন কংগ্রেস নেতৃত্ব তাদের কতিপয় মহিলা নেতৃত্বকে শুক্রবার আচমকা মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনের সামনে পাঠিয়ে দেয়৷ তারা সেখানে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ৷ বিজেপির তরফে বলা হয়েছে, মধুপুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর পর মুখ্যমন্ত্রী নিজে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সে অনুযায়ী ডেপুটি ইনস্পেক্টর জেনারেল স্তরের এক পুলিশ আধিকারীক নিজে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছে৷ সংশ্লিষ্ট বিষয়ে এবং পুলিশের তদন্ত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত খবরা খবর রাজ্যের সংবাদ মাধ্যমেও ফলাও করে পরিবেশিত হচ্ছে৷
শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীর সরকারি আবাসের সামনে যে সব ঘটনা ঘটেছে তা নিয়ে বিজেপি প্রদেশ কার্যালয়ে মহিলা মোর্চার রাজ্য নেতৃত্ব এক বৈঠকও করেছেন৷ মহিলা কংগ্রেসের কতিপয় নেত্রীর অভব্য আচরণের ও পরিকল্পিতভাবে উত্তেজনা সৃষ্টির চেষ্টার তীব্র নিন্দা করা হয়৷ এই ক্ষেত্রে কংগ্রেসের পতাকা হাতে নিয়ে কিভাবে নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে মুখ্যমন্ত্রীর সরকারী আবাসের মূল ফটকে তারা চলে গেলেন, এ নিয়েও মহিলা মোর্চা তদন্তের দাবি জানিয়েছে৷

