নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ ধলাই জেলায় ফের ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে৷ বিভিন্ন এলাকা সফর করে এসে এই দাবি করেছেন সিপিএম বিধায়ক রতন ভৌমিক৷ তাঁর বক্তব্য, বহু মানুষ জ্বর ও পেটের সমস্যায় ভুগছেন৷ তাতে মনে হচ্ছে, ধলাই জেলার ছামনু, মানিকপুর, ছৈলেংটা এবং লংতরাইভ্যালিতে ফের ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে৷ তাই, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন তাঁরা৷

আজ সাংবাদিক সম্মেলনে রতন ভৌমিক বলেন, বিধায়ক প্রভাত চৌধুরী, বিধায়ক মবস্বর আলি, প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরা, এমডিসি চাম্পারাই আসলং-সহ এক প্রতিনিধিদল ধলাই জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা সফর করেছেন৷ তাতে, বেশ কয়েকজনের ম্যালেরিয়া আক্রান্ত হওয়ার খবর মিলেছে৷ তাঁর দাবি, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছেন৷ তিনি বলেন, রাজধর পূর্ণদা রোয়াজা পাড়ায় লক্ষ্মীরাম ত্রিপুরা দীর্ঘদিন জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন৷ এছাড়াও, ওই এলাকায় আরও কয়েকজন অসুস্থ হয়ে বাড়িতেই ছিলেন৷ কারণ, হাসপাতালে যাওয়ার মতো আর্থিক ক্ষমতা নেই তাঁদের৷ তাই, তাঁদের যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছেন তাঁরা৷
রতন ভৌমিক অভিযোগ করেন, কিছু কিছু স্থানে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হচ্ছে৷ কিন্তু, ওই স্বাস্থ্য শিবিরে কোনও চিকিৎসক উপস্থিত থাকেন না৷ এমপিডব্লিউ কর্মীরাই স্বাস্থ্য শিবির পরিচালনা করছেন৷ তাঁর আরও অভিযোগ, বহু রোগী টাকার অভাবে হাসপাতালে যেতে পারছেন না৷ কারণ, কাজের অভাবে তাঁদের রোজগার বন্ধ হয়ে গেছে৷ তাঁর দাবি, থালছড়া-গোবিন্দবাড়ি এলাকায় প্রায় ১৫ জন জনজাতি যুবক গন্ধকি আনতে বাংলাদেশে গিয়েছেন প্রায় ১৪ দিন হয়েছে৷ কিন্তু এখনও তাঁদের কোনও খোঁজ নেই বলে নাকি তাঁদের পরিবারের সদস্যরা জানিয়েছেন৷
ভৌমিকের কথায়, প্রত্যন্ত এলাকার হাসপাতালগুলিতে চিকিৎসক এবং ওষুধের যথেষ্ট অভাব৷ ফলে, রোগীদের চিকিৎসা ঠিকভাবে হচ্ছে না৷ কোনও কোনও সময় রোগীকে সুস্থ না করেই বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে৷ তাছাড়া, প্রত্যন্তে পানীয় জলেরও মারাত্মক সমস্যা দেখা দিয়েছে৷ তাতে, বহু মানুষের পেটের সমস্যা হচ্ছে, বলেন রতন ভৌমিক৷ এ-সমস্ত বিষয় উল্লেখ করে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন রতনবাবু৷