BRAKING NEWS

ঢাকায় জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানে দুজন নিহত

ঢাকা, ২৯ এপ্রিল (হি. স.) : রাজধানীর মোহাম্মদপুরের কাছে বসিলার মেট্রো হাউজিং এলাকায় এক জঙ্গি আস্তানায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) অভিযানে প্রাথমিকভাবে অন্তত ২ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এ তথ্য জানিয়ে বলেছেন, এরা নিঃসন্দেহে জঙ্গি ছিল এবং তাদের কব্জা করতে কমপক্ষে দেড়শ’ রাউন্ড গুলি চালাতে হয়েছে । প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে সোমবার সাংবাদিকদের এসব তথ্য জানান র‌্যাব মহাপরিচালক । গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাত সাড়ে ৩টে থেকে জঙ্গি সন্দেহে একটি বাড়িটি ঘিরে রাখে র‌্যাব ।

অভিযানকালে টিনশেড বাড়িটির ভিতরে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটে। ধারণা করা হয়েছে, সেটি আত্মঘাতী বিস্ফোরণ ছিল । র‌্যাব-এর মহাপরিচালক বলেন, অভিযানের পর বোম ডিসপোজাল ইউনিট ভেতরে ঢুকে ছিন্নভিন্ন দেহ দেখতে পান । বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, জঙ্গি আস্তানায় ক’জন নিহত হয়েছে এই মুহূর্তে তা বলা যাচ্ছে না। বাড়িটি লন্ডভন্ড অবস্থায় আছে। এখনও পুরো বাড়ি পরিষ্কার করা হয়নি। বাড়িটি পরিষ্কার করতে সময় লাগবে। এরপর নির্দিষ্ট করে নিহতের সংখ্যা বলা যাবে। তবে ঘরের মধ্যে বিচ্ছিন্ন অবস্থায় তিনটি পা দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সেখানে অন্তত দু’জন নিহত হয়েছে। ফরেনসিক পরীক্ষায় বোঝা যাবে কয়জন মারা গেছেন। অভিযানের আগে বাড়ির আশেপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। বেনজীর বলেন, \”আমাদের সদস্যরা কেয়ারটেকারকে বাড়ি থেকে বের করে এনে কথা বলেন। তখন আমাদের সদস্যদের লক্ষ্য করে গুলি করা হয়। আমরাও পাল্টা গুলি চালাই। তারা কিছু ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিক্ষেপ করেছে আমাদের দিকে। শেষের দিকে তারা বাড়িটি উড়িয়ে দিয়েছে।\” এদিন র‌্যাব মহাপরিচালক বলেন, \”রাতে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছি। হলি আর্টিজানের পর থেকেই আমরা নিয়মিত অভিযান চালিয়ে আসছি। প্রতি সপ্তাহেই আমরা জঙ্গি গ্রেফতার করছি। আমরা যত কাজই করি না কেন জঙ্গিদের থেকে দৃষ্টি ফেরাইনি। একদিন আগেও বরিশাল থেকে জঙ্গি গ্রেফতার করেছি।\” বাড়িতে অবস্থান নেওয়া জঙ্গিরা কোন সংগঠনের ছিল, এমন প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, পরে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক ও তত্ত্বাবধানকারী, কাছের একটি মসজিদের ইমাম সহ কয়েকজনকে আটক করেছে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *