BRAKING NEWS

মোদী-শাহের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আবেদন শিলচরের সাংসদ সুস্মিতার, মঙ্গলবার শুনানি

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.) : প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী এবং বিজেপি-র জাতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে শিলচরের সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেবের আবেদনের ওপর আগামীকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) শুনানি গ্রহণ করবে সর্বোচ্চ আদালত। সুস্মিতার আবেদন গ্রহণ করে এর ওপর আগামীকাল খোদ প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের ডিভিশন বেঞ্চ শুনানি গ্রহণ করবে বলে জানানো হয়েছে।

গত ২৩ এপ্ৰিল অনুষ্ঠিত সাধারণ নিৰ্বাচনের তৃতীয় দফার ভোটগ্ৰহণের দিন গুজরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্ৰ মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহ নিৰ্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করেছিলেন কংগ্রেস নেত্রী দেব। দাখিলকৃত আবেদনপত্রের ভিত্তিতে শীঘ্র ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছিলেন তিনি। এতে তিনি লিখেছেন, মোদী ও শাহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে প্রামাণিক তথ্য সহকারে নিৰ্বাচন কমিশনকে অভিযোগ জানিয়ে উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু রহস্যজনকভাবে কমিশন কোনও ব্যবস্থা নেয়নি। কেবল তাঁর আবেদনই নয়, অনুরূপ প্রায় ৪০টি অভিযোগনামা নির্বাচন কমিশনের হাতে দেওয়া হয়েছিল, অথচ কমিশন নীরবতা অবলম্বন করেছে। তাই তিনি বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।

তাঁর আবেদন গ্রহণ করেছে সর্বোচ্চ আদালত। এর ওপর আগামীকাল খোদ প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের ডিভিশন বেঞ্চ শুনানি গ্রহণ করবে, জানিয়েছেন সাংসদ তথা শিলচরের কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *