BRAKING NEWS

পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ রবিবার সন্ধ্যায় আগরতলায় গোর্খাবস্তি এলাকায় এক বাইক চালক গুরুতর জখম হয়েছে৷ দুর্ঘটনায় আহত ওই বাইক চালককে শহরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা গিয়েছে, টিআর-০৬-৯২০৯ নম্বরের একটি পালসার বাইক নিয়ে চালক গোর্খাবস্তি এলাকায় পৌঁছে৷ মাত্রাতিরিক্ত গতিবেগে ছুটে গিয়া বাইক নিয়ে চালক রাস্তার ডিভাইডারের সাথে ধাক্কা দেয়৷ তাতে রাস্তার উপর ছিটকে পড়ে যায়৷ চালকের হেলমেট না থাকায় মুখে ও মাথায় মারাত্মক আঘাত লাগে৷ সাথে সাথেই উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করে৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷


এদিকে, রবিবার গভীর রাতে আগরতলা-মোহনপুর সড়কের ফটিকছড়া বিএসএফ ক্যাম্পের সামনে একটি দ্রুতগামী অটো ও ইকো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে অটোচালক গুরুতর ভাবে আহত হয়েছে৷ দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ছুুটে আসে আহত ব্যক্তিকে উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে যায়৷ অটোরিক্সাটি আগরতলা থেকে আসছিল৷ ইকো গাড়িটি মোহনপুরের দিয়ে যাচ্ছিল৷ গভিররাতে দ্রুতবেগে চলার সময় চালকরা নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেনি৷ সে কারণেই ভয়াভয় দুর্ঘটনাটি ঘটেছে৷ সিধাই থানার পলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ অটো ও ইকো গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ৷ তবে দুর্ঘটনার পরপরই ইকো গাড়ির চালক পালিয়ে গেছে৷ এখনও পর্যন্ত তাকে আটক করা যায়নি৷ প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন স্থানে নিত্যদিন দূর্ঘটনা ঘটে চলেছে৷ এক্ষেত্রে চালকদের অসচেতনতাকে অনেকাংশেই দায়ী করেছে৷ পাশাপাশি পুলিশ প্রশাসনকেও দায়ি করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *