BRAKING NEWS

শপথ নেওয়া জাহিদুর বিএনপি থেকে বহিষ্কৃত, অন্য চারজন দোটানায়

ঢাকা, ২৮ এপ্রিল (হি. স.) : দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংসদ হিসেবে শপথ নেওয়ায় জাহিদুর রহমানকে দলের প্রাথমিক সদস্যপদ সহ সকল পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, \”আমাদের দলের সিদ্ধান্ত ছিল যারা সংসদ নির্বাচনে নির্বাচিত ঘোষিত হয়েছেন তাঁরা সংসদে শপথ নেবেন না। এই সিদ্ধান্ত লঙ্ঘন করে ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি দলীয় প্রার্থী জাহিদুর রহমান শপথ নেওয়ায় তাঁকে সর্বসম্মতভাবে প্রাথমিক সদস্যপদ সহ পদ থেকে বহিষ্কার করা হয়েছে।\” রাত সাড়ে আটটা থেকে এক ঘণ্টারও বেশি সময় বৈঠকটি চলে। অন্যদিকে, ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত বিএনপির সংসদ সদস্যদের শপথ গ্রহণ ঠেকাতে দলের হাইকমান্ড কঠোর হলেও এখনও দোটানায় আছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী অন্য চার প্রার্থী। মির্জা শপথ নেবেন না, এটা নিশ্চিত। শনিবার মাঝরাত পর্যন্ত ওই চারজন নিশ্চিত হতে পারেননি, কী করবেন। এর মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রার্থীর দাবি, কোনও একটি পক্ষের চাপ অব্যাহত থাকায় সিদ্ধান্ত নিতে দোটানায় পড়েছেন তিনি।

প্রসঙ্গত, ২৫ এপ্রিল দুপুরে হঠাৎ করেই সংসদে গিয়ে হাজির হন জাহিদুর রহমান। এরপর বিএনপির উপরমহল থেকে বারবার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তিনি শপথ নেন। জাহিদুর রহমান চারবার প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন একবার। এরপরই বিপাকে পড়ে যায় বিএনপি। দিনভর বাসায় অবস্থান করেন মির্জা ফখরুল ইসলাম আলমগির। গত দুদিনে দলে আলোচনা ছিল- নেতৃত্বের প্রভাব বিএনপিতে কমতে শুরু করেছে। না হলে চেইন অব কমান্ড না মেনে দলের সংকটকালে শপথ কেন নেবেন জাহিদুর রহমান। বিষয়টিতে বড়ো ধাক্কা খায় বিএনপি। এই পরিস্থিতিতে শনিবার রাতে ঢাকার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত বৈঠকে মিলিত হন বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য। স্থায়ী কমিটির সদস্যদের বৈঠকে লন্ডন থেকে স্কাইপে অংশগ্রহণ করেন তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের শপথ ঠেকাতে ডাকা হয় আইনজীবীদের। জানতে চাওয়া হয়, সংবিধানের ৭০ অনুচ্ছেদ মোতাবেক কী করণীয়। আলোচনা হয়, স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে প্রার্থীদের শপথ বাতিল করতে চিঠি দেওয়ার। পুরো বিষয়গুলোর আইনি দিকগুলো খুঁজে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে আইনজীবীদের। বিএনপি থেকে নির্বাচিত ছয়জন সংসদ সদস্য হলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে হারুনুর রশীদ, বগুড়া-৬ আসনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে আবদুস সাত্তার ভুঁইয়া, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন এবং ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান। জাহিদ শপথ নেওয়ার পর বিএনপির নেতারা সন্দেহ করছেন- হয়তো শপথ নিতে আরও দুইজন নির্বাচিত প্রতিনিধি সংসদে হাজির হতে পারেন। স্থায়ী কমিটির এক সদস্য বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা শপথ নেবেন তাঁদের তো বহিষ্কার করা হবে। একই সঙ্গে ওই এমপির পরিবারের পরবর্তী প্রজন্মের জন্য বিএনপির দরজা বন্ধ হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *