বিগ ব্যাশে থেকে অবসরের ঘোষণা শেন ওয়াটসন-র

সিডনি, ২৮ এপ্রিল (হি.স.) : অস্ট্রেলিয়ার জাতীয় দল থেকে আগেই অবসর নিয়েছেন৷ এবার বিগ ব্যাশে থেকেও অবসর ঘোষণা করলেন অজি ক্রিকেটার শেন ওয়াটসন৷


দেশের জনপ্রিয় টি-২০ লিগ থেকে অবসর ঘোষণা করেন ওয়াটসন৷আইপিএলের মতো অস্ট্রেলিয়ার টি-২০ লিগ বিগ ব্যাশেও ব্যাটসম্যান হিসেবে দারুণ সুনাম ওয়াটসনের৷ তবে পরের মরশুম থেকে অবশ্য বিগ ব্যাশ মিস করতে চলেছে ওয়াটসনকে৷ অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে আগেই অবসর নিয়ে নিয়েছিলেন ওয়াটসন৷ এবার অস্ট্রেলিয়ার টি-২০ লিগ থেকেও ব্যাট তুলে নিলেন জয়প্রিয় এই ডানহাতি ব্যাটসম্যান৷ বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলতেন ওয়াটসন৷


২০১৬ সালে দেশের জার্সিতে শেষবার ম্যাচ খেলেন অজি এই অল-রাউন্ডার৷ এরপর সিডনি থান্ডার দলের হয়ে বিগ ব্যাশ মাতিয়েছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার৷ ২০১৮-১৯ মরশুমে বিগ ব্যাশ লিগে থান্ডারের হয়ে ব্যাট হাতে ছন্দে ছিলেন৷ শেষ মরশুমে ৬১ বলে শতরানও করেন ওয়াটসন৷বিগ ব্যাশ লিগ থেকে অবসরের পর ধরে নেওয়াই যায়, এটাই হয়ত শেষ আইপিএল ওয়াটসনের৷ চেন্নাই প্লে-অফে উঠেছে৷ সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজকে চ্যাম্পিয়ন করে,আইপিএল থেকেও অবসর ঘোষণা করতে পারেন জনপ্রিয় এক ক্রিকটার৷ অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ৫৯টি টেস্ট, ১৯০ একদিন ও ৫৮ টি টি-২০ ম্যাচ খেলেছেন ওয়াটসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *