BRAKING NEWS

এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের দৌড় শেষ, জোড়া হার সিন্ধু ও সাইনার

হুয়ান, ২৭ এপ্রিল (হি.স.) : এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালেই দৌড় থামল ভারতের দুই মহিলা তারকা শাটলারের। শুক্রবার প্রত্যাশার ফানুস চুপসে দিয়ে শেষ আট থেকেই বিদায় নিলেন সাইনা নেহওয়াল ও পিভি সিন্ধু। পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার থেকে বিদায় নিলেন সমীর বর্মাও। একইসঙ্গে এশিয়া চ্যাম্পিয়নশিপে দৌড় শেষ হল ভারতের।

এদিন কোয়ার্টারের লড়াইয়ে জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে সাইনা কিছুটা লড়াই ছুঁড়ে দিলেও নিজেদের চিনা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে স্ট্রেট সেটেই হারলেন সিন্ধু ও সমীর। বৃহস্পতিবার ৩৮ মিনিটের লড়াইয়ে কোরিয়ান প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে শেষ আটের টিকিট পেয়েছিলেন সাইনা। এদিন তৃতীয় বাছাই ইয়ামাগুচির বিরুদ্ধে ১ ঘন্টা ৯ মিনিটের লড়াইয়ে হারলেন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী। সাইনার বিপক্ষে খেলার ফল ১৩-২১, ২৩-২১, ১৬-২১।

তবে দিনের সবচেয়ে অপ্রত্যাশিত হারটা এদিন হজম করেন রিও অলিম্পিকে রুপোজয়ী বিশ্বের ৬ নম্বর পিভি সিন্ধু। ব়্যাঙ্কিংয়ে ১১ ধাপ নীচে থাকা চিনের চাই ইয়ানয়ানের কাছে এদিন হার স্বীকার করেন সিন্ধু। প্রথম সেটে কিছুটা লড়াই ছুঁড়ে দিলেও দ্বিতীয় সেটে বছর ঊনিশের ইয়ানয়ানের কাছে করুণ আত্মসমর্পণ করেন হায়দরাবাদি শাটলার।

পুরুষদের সিঙ্গলসে শুক্রবার সমীর বর্মার লড়াই ছিল চিনের শি ইয়ুকির বিরুদ্ধে। কার্যত একপেশে ম্যাচে চিনা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নাস্তানাবুদ হতে হয় বর্মাকে। ২১-১০, ২১-১২ ব্যবধানে ভারতীয় শাটলারকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন ইয়ুকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *