BRAKING NEWS

ভোররাতে তীব্র ভূমিকম্পে কাঁপল অরুণাচল প্রদেশ, কম্পাঙ্ক ৫.৮

ইটানগর, ২৪ এপ্রিল (হি.স.): ভোররাতে তীব্রভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশ| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৮| ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত জানিয়েছেন, বুধবার ভোররাত ১.৪৫ মিনিট নাগাদ ৫.৮ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় অরুণাচল প্রদেশে| ভূমিকম্পের উত্সস্থল ছিল অরুণাচল প্রদেশের পশ্চিম সিয়াং জেলা|তীব্র ভূকম্পনের উত্সস্থল ছিল ২৮.৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৪.৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ১০ কিলোমিচার গভীরে|

ভোররাতে এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে তিব্বতের সীমান্তেও| তবে, এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| ভোররাতে যে সময় কম্পন অনুভূত হয়েছিল, সেই সময় অরুণাচল প্রদেশের পশ্চিম সিয়াং জেলার মানুষজন ঘুমিয়েছিলেন| তাই সেখানকার মানুষজন সেভাবে কম্পন টের পাননি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *