BRAKING NEWS

২০০২ গুজরাট দাঙ্গা মামলা : বিপাকে গুজরাট সরকার, বিলকিস বানোকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.): গুজরাট দাঙ্গা মামলা (২০০২ সাল)-য় সুপ্রিম কোর্টের নির্দেশে অস্বস্তিতে গুজরাট সরকার। দাঙ্গার সময় গণধর্ষিতা হয়েছিলেন বিলকিস বানো নামে এক মহিলা। মঙ্গলবার গুজরাট সরকারের অস্বস্তি বাড়িয়ে বিলকিস বানোর পক্ষে রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্যাতিতা ওই মহিলাকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে গুজরাট সরকারকে। একইসঙ্গে বিলকিস বানোকে সরকারি চাকরি ও নিয়মমাফিক সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশও দিয়েছে সর্বোচ্চ আদালত।

প্রসঙ্গত, এর আগে বিলকিস বানো গণধর্ষণ মামলায় যে দুই পুলিশ আধিকারিককে বম্বে হাইকোর্ট দোষী সাব্যস্ত করেছিল সেই দুই আধিকারিকের বিরুদ্ধে গুজরাট সরকারকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় গণধর্ষণের শিকার হয়েছিলেন ১৯ বছরের অন্তঃসত্ত্বা বিলকিস বানো। সেই সঙ্গে তাঁর ৫ বছরের সন্তান সহ পরিবারের ১৪ জনকেই হত্যা করে দাঙ্গাকারীরা। এই ঘটনায় নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করেছিল ৫ পুলিশ কর্মী এমনকি প্রমাণ লোপাটেরও চেষ্টা করে তারা। সেই অভিযোগে সেই ৫ পুলিশ কর্মীকে দোষী সাব্যস্ত করেছিল বম্বে হাই কোর্ট। ২৩ এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিচালিত ৫ সদস্যের বেঞ্চে বিলকিস বানোর ক্ষতিপূরণ মামলার শুনানির দিন স্থির হয়। এর আগে রাজ্য সরকার ক্ষতিপূরণ হিসাবে ৫ লক্ষ টাকা দিতে চাইলেও নির্যাতিতা তা প্রত্যাখ্যান করেছিলেন। মঙ্গলবার সেই সংক্রান্ত মামলায় গুজরাট সরকারের অস্বস্তি বাড়িয়ে বিলকিস বানোকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ সরকারি চাকরি ও নিয়মমাফিক সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *