BRAKING NEWS

কেন্দ্রশাসিত অঞ্চল-সহ ১৫টি রাজ্যের চলছে তৃতীয় দফার ভোটগ্রহণ : ন’টা পর্যন্ত সর্বাধিক ভোট পড়ল বিহারে

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.): দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল-সহ দেশের ১৫টি রাজ্যে চলছে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ| মঙ্গলবার সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে| প্রথম দু’ঘন্টায় সর্বাধিক ভোট পড়েছে বিহারে| বিহারে সকাল ন’টা পর্যন্ত ভোট পড়েছে ১২.৬০ শতাংশ| তার কাছাকাছি রয়েছে উত্তর-পূর্বের রাজ্য অসম| সেখানে সকাল ন’টা পর্যন্ত ভোটের হার ১২.৩৬ শতাংশ| সকাল ন’টা পর্যন্ত বাকি রাজ্যগুলির ভোটের হার-গোয়া ন’টা পর্যন্ত ভোট পড়েছে ২.২৯ শতাংশ, গুজরাটে ১.৩৫ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ০.০০ শতাংশ, কর্ণাটকে ১.৭৫ শতাংশ, কেরলে ২.৪৮ শতাংশ, মহারাষ্ট্রে ০.৯৯ শতাংশ, ওডিশায় ১.৩২ শতাংশ| ত্রিপুরায় ১.৫৬ শতাংশ, উত্তর প্রদেশে ৬.৮৪ শতাংশ, পশ্চিমবঙ্গ ১০.৯৭ শতাংশ, ছত্তিশগড় ২.২৪ শতাংশ, দাদরা এবং নগর হাভেলিতে ০.০০ শতাংশ, এবং দমন ও দিউতে ৫.৮৩ শতাংশ| পশ্চিমবঙ্গ ছাড়া দেশের বিভিন্ন রাজ্যে এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ|

তৃতীয় দফায় কেন্দ্রশাসিত অঞ্চল-সহ ১৫টি রাজ্যের মোট ১১৬টি আসনে ভোটগ্রহণ হচ্ছে| তৃতীয় দফায় মঙ্গলবার যে সমস্ত রাজ্যে ভোটগ্রহণ হচ্ছে, সেই সমস্ত রাজ্যগুলি হল-কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, ছত্তিশগড়, অসম, বিহার, ওডিশা, পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, ত্রিপুরা, গোয়া, গুজরাট, কেরল, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ| প্রসঙ্গত, দ্বিতীয় দফায় ত্রিপুরা পূর্ব লোকসভা আসনে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল| কিন্তু, নিরাপত্তা সংক্রান্ত কারণে ত্রিপুরা পূর্ব লোকসভা আসনের ভোটগ্রহণ ১৮ এপ্রিলের বদলে ২৩ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়| আর তাই তৃতীয় দফায় ত্রিপুরা পূর্ব লোকসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে|

ভিভিআইপিদের ভোটদান :

গুজরাট : লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় আহমেদবাদের রণীপের নিশান উচ্চ বিদ্যালয় থেকে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রী ভোট দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহও| ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সন্ত্রাসবাদের অস্ত্র হল আইইডি, আর গণতন্ত্রের শক্তি হল ভোটার পরিচয়পত্র| আমি নিশ্চিতভাবে বলতে পারি, আইইডি-র থেকে অনেক বেশি শক্তিশালী ভোটার আইডি| আর তাই ভোটার আইডি-র শক্তি অনুধাবণ করতে হবে মানুষকে| সবাই উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে ভোট দিন|’ প্রধানমন্ত্রী ছাড়াও এদিন সকাল সকাল ভোটাধিকার প্রয়োগ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| আহমেদবাদের নারাণপুরার সাব-জোনাল অফিসে ভোটাধিকার প্রয়োগ করেছেন অমিত শাহ ও তাঁর স্ত্রী সোনাল শাহ| আবার রাজকোটের অনিল গ্যান মন্দির স্কুলের ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং তাঁর স্ত্রী অঞ্জলি| আহমেদাবাদের রাইসান-এর পোলিং স্টেশনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী| নির্বাচন কমিশন সূত্রের খবর, সকাল ন’টা পর্যন্ত গুজরাটে সার্বিকভাবে ভোট পড়েছে ১.৩৫ শতাংশ|

কেরল : দক্ষিণ ভারতের রাজ্য কেরলের প্রত্যেকটি আসনে এদিন ভোটগ্রহণ হচ্ছে| ওয়ানাড লোকসভা আসন থেকে ভাগ্য নির্ধারণ হবে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর| এদিন সকালেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন| তিনি ভোট দেন কুন্নুর জেলার পিনারাই এলাকার আরসি এলাকার আসরি আমলা বেসিক আপার প্রাইমারি স্কুলে| তিরুবনন্তপুরমের কংগ্রেস প্রার্থী শশী থারুর ভোট দিয়েছেন শহরের একটি পোলিং ৱুথে| উনিশের লোকসভা নির্বাচনে শশীর বিরুদ্ধে লড়ছেন বিজেপির কুম্মানাম রাজাশেখরণ এবং এলডিঅফ-এর সি দিবাকরণ| ইতিমধ্যেই ভোটাধিকার প্রয়োগ করেছেন তিরুবনন্তপুরম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কুম্মানাম রাজাশেখরণ|

ওডিশা : ভুবনেশ্বরে ভোট দিয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক| প্রাক্তন আইএএস অফিসার তথা বিজেপির ভুবনেশ্বর কেন্দ্রের প্রার্থী অপরাজিতা সারঙ্গী ভোট দিয়েছেন ভুবনেশ্বরের আইআরসি ভিলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রে| ওডিশার তালচেরের একটি সস্ত্রীক ভোট দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান|

মহারাষ্ট্র : মহারাষ্ট্রের আহমেদনগর জেলার রালেগাঁও সিদ্ধিতে ভোট দিয়েছেন বিশিষ্ট গান্ধীবাদী নেতা তথা সমাজকর্মী আন্না হাজারে|

কর্ণাটক : কর্ণাটকের কালাৱুরাগি লোকসভা কেন্দ্রের অন্তর্গত গুণ্ডাগুর্তি গ্রামের ২৬ নম্বর পোলিং স্টেশনে ভোট দিয়েছেন প্রিয়ঙ্ক খাড়গে এবং তাঁর স্ত্রী শ্রুতি খাড়গে|

জম্মু ও কাশ্মীর : তৃতীয় দফায় জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ সংসদীয় আসনের ভোটগ্রহণ চলছে| অনন্তনাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত উধমপুরের স্পেশ্যাল পোলিং স্টেশনে ভোট দিয়েছেন কাশ্মীরি পণ্ডিতরা|

পশ্চিমবঙ্গ : গোটা দেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলেও, তৃতীয় দফার ভোটেও অশান্ত পশ্চিমবঙ্গ| তৃতীয় দফায় মঙ্গলবার সকাল সাতটা থেকে পশ্চিমবঙ্গের পাঁচটি আসন, যথাক্রমে বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে|

উল্লেখ্য, তৃতীয় দফায় কর্ণাটকের ১৪টি আসনে ভোটগ্রহণ হচ্ছে, গুজরাটের ২৬টি আসনে, কেরলের ২০টি আসনে, মহারাষ্ট্রের ১৪টি আসনে, উত্তর প্রদেশের ১০টি আসনে, অসমের ৪টি আসনে, বিহারের ৫টি আসনে, ওডিশার ৬টি আসনে, ছত্তিশগড়ের ৭টি আসনে, পশ্চিমবঙ্গের ৫টি আসনে, জম্মু ও কাশ্মীরের একটি আসনে, ত্রিপুরার একটি আসনে, দাদরা ও নগর হাভেলির একটি আসনে, দমন ও দিউ-র একটি আসনে, গোয়ার দু’টি আসনে ভোটগ্রহণ হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *