BRAKING NEWS

মধ্যপ্রদেশে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, আতঙ্কিত নিত্য যাত্রীরা

গুনা, ২৩ এপ্রিল (হি.স.) : চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুনের জেরে আতঙ্ক ছড়াল মধ্যপ্রদেশে। মঙ্গলবার গুনাগামী প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। আগুন লেগেছে তা দেখতে পেয়ে তৎক্ষণাৎ ব্রেক কষে ট্রেন থামিয়ে দেয় চালক। ভয়ে পেয়ে যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে পড়ে। এই অগ্নিকাণ্ডের জেরে কেউ হতাহত হয়নি। মঙ্গলবার ঘটনাটি তারাভত এবং বিলোনিয়া রেল স্টেশনের মাঝামাঝি ঘটেছিল।

রেলের গুনা-গোয়ালিয়রের সেকশন ইঞ্জিনিয়র চন্দ্রপ্রকাশ গুপ্ত জানিয়েছেন, দুপুর ১২টা ৪০মিনিট নাগাদ অগ্নিকাণ্ডে ঘটনাটি ঘটেছে। কেউ আহত হননি। রেলের তরফ থেকে জানানো হয়েছে গুনা থেকে উদ্ধারকারী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় এবং ইঞ্জিন থেকে ট্রেনের কামরাগুলিকে আলাদা করে আগুন নেভায়। ভীত যাত্রীদের সাহায্যের জন্য এগিয়ে আসে রেলকর্মী এবং স্থানীয় গ্রামবাসীরা। প্রায় দুই ঘন্টা ধরে ট্রেনটি দাঁড়িয়েছিল। পরে অন্য একটি ট্রেনের ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত গুনা রেল স্টেশনে নিয়ে আনা হয়। কি কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *