BRAKING NEWS

পশ্চিম আসনে ভোট পড়ল ৮১.২১ শতাংশ, হার আরও বাড়বে : সিইও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল ৷৷ লোকসভা নির্বাচনে ত্রিপুরা পশ্চিম আসনে ৮১.২১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরনিকান্তি৷ তবে, এই হার আরও বাড়বে বলে জানিয়েছেন তিনি৷ তাঁর কথায়, বিক্ষিপ্ত কিছু ঘটনা আজ ঘটলেও নির্বাচন শান্তিপূর্ণ পরিস্থিতিতেই সম্পন্ন হয়েছে৷

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আজ ভোট গ্রহণ করা হয়৷ বিকাল পাঁচটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই লোকসভা কেন্দ্রে ভোটের হার ৮১.২১ শতাংশ৷ আজ রাজ্য নির্বাচন দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান, মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি৷

মুখ্য নির্বাচন আধিকারিক জানান, আজ সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ১-পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ১৬৭৯টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়৷ এই লোকসভা আসনে ভোটার রয়েছেন ১৩ লক্ষ ৪৭ হাজার ৩৭৭ জন৷ সি ই ও জানান, বিকাল পাঁচটা পর্যন্ত ১২৯৩টি বুথের ভোট গ্রহণের হার জানা গেছে৷ তাহলো ৮১.২১ শতাংশ৷ তিনি জানান, উত্তর জেলায় ৪০২২ জন ব্রু শরণার্থীদের মিজোরামে পাঠানো হয়েছে ভোট দেওয়ার জন্য৷ আগামীকাল ও পরশু ২-পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জন্য পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হবে৷ সি ই ও জানান, ১-পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য আগামীকাল পাওয়া যাবে৷ সাংবাদিক সম্মেলনে বিশেষ মুখ্য নির্বাচন আধিকারিক প্রমথ রঞ্জন ভট্টাচার্য এবং অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক উষাজেন মগও উপস্থিত ছিলেন৷

পশ্চিম ত্রিপুরা সংসদীয় নির্বাচনী ক্ষেত্রের সিপাহীজলা জেলাতে ৯টি বিধানসভা কেন্দ্রে আজ সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে৷ পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত ৩-বামুটিয়া (এস সি) বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের রবিকুমার এইচ এস সুকল, ২-মোহনপুর বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের মোহনপুর গালর্স হাই সুকল, ১-সিমনা (এস টি) বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের সুুরেন্দ্রনগর এইচ এস সুকল সহ অন্যান্য ভোট গ্রহণ কেন্দ্রে জাতি-উপজাতি অংশের ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে৷

এদিকে, পশ্চিম ত্রিপুরা লোকসভা সংসদীয় আসনের উদয়পুর মহকুমার ৪টি বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের ভোট গ্রহণ পর্ব সকাল ৭টায় থেকে শুরু হয়৷ ৩০-বাগমা (এস টি), ৩১-রাধাকিশোরপুর, ৩২-মাতাবাড়ী এবং ৩৩-কাকড়াবন-শালগড়া (এস সি) বিধানসভা নির্বাচনী ক্ষেত্রগুলিতে সকাল থেকেই ভোটারদের ভীড় লক্ষ্য করা গেছে৷ বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ছিল নারী-পুরুষদের দীর্ঘ লাইন৷ আজ সকাল ৯টা ১০ মিনিটে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ৩১-রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের ৩৪ নং বুথ উদয়পুর ইংলিশ মিডিয়াম এইচ এস সুকলে ভোট গ্রহণ কেন্দ্রে তাঁর ভোট প্রদান করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *