BRAKING NEWS

কংগ্রেসের কাছ থেকে কোনও প্রত্যাশা নেই, বুঝতে পারছি না শরদজীর কি হয়েছে : প্রধানমন্ত্রী

আহমেদনগর (মহারাষ্ট্র), ১২ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের লাতুরের পর এবার আহমেদনগর| আবারও এনসিপি সুপ্রিমো শরদ যাদবকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুক্রবার সকালে মহারাষ্ট্রের আহমেদনগরের জনসভা থেকে কংগ্রেস এবং এনসিপি-কে একযোগে তুলোধনা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরকে ভারত থেকে আলাদা করে দেওয়ার কথা যারা বলছে, কংগ্রেস এবং এনসিপি তাঁদেরকেই সমর্থণ করছে| কংগ্রেসের কাছ থেকে আমার কোনও প্রত্যাশা নেই, কারণ এই পাপ তাঁদের জন্মগত|’

এরপরই এনসিপি সুপ্রিমো শরদ যাদবকে উদ্দেশ্যে করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি বুঝতে পারছি না শরদ পওয়ারের কি হয়েছে? আপনি (শরদ যাদব) তো দেশের জন্য কংগ্রেস ছেড়ে দিয়েছিলেন, কংগ্রেসকে ভেঙে দিয়েছিলেন, এখন দেশে দু’টি প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে আপনি কতক্ষণ চুপ করে থাকবেন?’ উল্লেখ্য, এর আগে গত ৯ এপ্রিল মহারষ্ট্রের লাতুরে কংগ্রেস ও এনসিপি-কে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘জম্মু ও কাশ্মীরে পৃথক প্রধানমন্ত্রীর দাবিতে যারা কথা বলছে, কংগ্রেস এবং এনসিপি তাঁদেরকেই সমর্থণ করছে| শরদজী, আপনিও এই ধরনের মানুষকে সমর্থণ করছেন! কংগ্রেস দলের কাছ থেকে মানুষের কোনও প্রত্যাশা নেই, কিন্তু শরদজী আপনিও! আপনাকে কি এটা মানায়?’ মহারাষ্ট্রের লাতুরের পর এবার আহমেদনগরেও এনসিপি সুপ্রিমোকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *