BRAKING NEWS

ফের চিন্তা বাড়ল সাধারণ মানুষের, আবারও দামি পেট্রোল-ডিজেল

নয়াদিল্লি ও কলকাতা, ১২ এপ্রিল (হি.স.): পুনরায় দাম বাড়ল পেট্রোল-ডিজেলের| মধ্যরাত থেকে নয়াদিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই, যথাক্রমে এই চারটি মেট্রো সিটিতে দামি হয়েছে পেট্রোল ও ডিজেল| নয়াদিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে পেট্রোলের দাম বেড়েছে যথাক্রমে, ০৬ পয়সা (নয়াদিল্লি), ০৬ পয়সা (কলকাতা), ০৬ পয়সা (মুম্বই) এবং চেন্নাইয়ে পেট্রোলের দাম বেড়েছে ০৬ পয়সা| পাশাপাশি উপরোক্ত চারটি মেট্রো সিটিতে ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে, ০.৮ পয়সা (নয়াদিল্লি), ০.৮ পয়সা (কলকাতা), ০.৮ পয়সা (মুম্বই) এবং চেন্নাইয়ে ডিজেলের দাম বেড়েছে ০.৯ পয়সা| আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায়, সামঞ্জস্য রাখতেই তেলের দামা বাড়ানো হয়েছে|

শুক্রবারের মূল্যবৃদ্ধির পর নয়াদিল্লি-সহ চারটি মেট্রো সিটিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে, ৭২.৮৬ টাকা প্রতি লিটার দিল্লিতে, কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হল, ৭৪.৮৮, মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৭৮.৪৩ টাকা এবং চেন্নাইয়ে পেট্রোলের নতুন দাম হল, ৭৫.৬২| পাশাপাশি চারটি মেট্রো শহরে লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে হয়েছে, ৬৬.১৯ (নয়াদিল্লি), ৬৭.৯৩ (কলকাতা), ৬৯.২৭ (মুম্বই) এবং চেন্নাইয়ে লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে হয়েছে ৬৯.৮৯ টাকা| আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায়, সামঞ্জস্য রাখতেই তেলের দামা বাড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে| তবে, পুনরায় পেট্রোপণ্যের দাম বাড়ায় চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *