BRAKING NEWS

ভিভিআইপি চপার চুক্তি মামলা : আগামী ২০ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে সুশেন মোহন গুপ্তা

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.): ফের বিচারবিভাগীয় হেফাজতের সময়সীমা বাড়ল অগাস্টা ওয়েস্টল্যান্ড দুর্নীতি মামলার অন্যতম ‘মধ্যস্থতাকারী’ সুশেন মোহন গুপ্তার| সোমবার ভিভিআইপি চপার চুক্তি মামলার ‘মধ্যস্থতাকারী’ সুশেন মোহন গুপ্তাকে আগামী ২০ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বিশেষ সিবিআই আদালত| এদিন শুনানি শেষে আদালত থেকে সরাসরি তিহার জেলে নিয়ে যাওয়া হয়েছে সুশেন মোহন গুপ্তাকে|

প্রসঙ্গত, গত মার্চ মাসে অগাস্টা ওয়েস্টল্যান্ড দুর্নীতি মামলায় দিল্লি থেকে ডিফেন্স এজেন্টকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| অর্থ তছরুপ প্রতিরোধ আইনে (পিএমএলএ) দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছিল ৩,৬০০ কোটি টাকার ভিভিআইপি চপার চুক্তি মামলার ‘মধ্যস্থতাকারী’ সুশেন মোহন গুপ্তাকে| সোমবার ‘মধ্যস্থতাকারী’ সুশেন মোহন গুপ্তাকে বিশেষ সিবিআই আদালতে তোলা হয়| শুনানি শেষে সুশেন মোহন গুপ্তাকে আগামী ২০ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বিশেষ সিবিআই আদালত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *