BRAKING NEWS

২৩ মে’র পরই মায়াবতীর থেকে মুখ ফেরাবেন অখিলেশ : কেশব প্রসাদ মৌর্য্য

লখনউ, ৮ এপ্রিল (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনে এবার জোট বেঁধেই লড়বে সমাজবাদী পার্টি (সপা) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি)| উত্তর প্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ৩৮টি আসনে লড়বে বহুজন সমাজ পার্টি এবং ৩৭টি আসনে লড়বে সমাজবাদী পার্টি| সপা ও বিএসপি-র মূল লক্ষ্য হল- বিজেপিকে ক্ষমতাচু্যত করা| কিন্তু অতীতের ইতিহাস টেনে এনে বিজেপির মতামত,২৩ মে’র পরই মায়াবতীর থেকে মুখ ফেরাবেন অখিলেশ যাদব| সোমবার উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য বলেছেন, ‘দলিতদের কখনই মর্যাদা দেয়নি সমাজবাদী পার্টি| ১৯৯৫ সালে, মুলায়ম সিং যাদবের নির্দেশে সপা নেতাদের দ্বারা রাজ্য অতিথি নিবাসে যখন আক্রান্ত হয়েছিলেন মায়াবাতী, তখন বিজেপিই তাঁকে রক্ষা করেছিল| এবার তাঁর (মুলায়ম সিং যাদব) ছেলেও আগামী ২৩ মে’র পর মায়াবাতীর থেকে মুখ ফেরাবে এবং বিজেপি তাঁকে সমর্থন করবে|’

উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য আরও বলেছেন, ‘মায়াবতী যখনই সমস্যায় পড়েছেন, তখনই বিজেপি তাঁকে সমর্থণ করেছে এবং ভবিষ্যতেও মায়াবতীকে সমর্থণ করবে বিজেপি|’ সমাজবাদী পার্টি নয়, দলিতদের স্বপক্ষে বিজেপিই, এমনই মত মৌর্য্যর| উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কুম্ভতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন সাফাই কর্মীর পা ধুঁয়ে দিয়েছিলেন| আমাদের দলীয় নেতারা সর্বদাই দলিতদের পাশে রয়েছে|’ প্রসঙ্গত, আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে সপ্তদশ লোকসভা নির্বাচন| গোটা দেশে এবার সাত দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে| ফলাফল ঘোষণা হবে ২৩ মে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *