BRAKING NEWS

মহাজোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে কংগ্রেস সভাপতিকে ঠেস অমিত শাহের

বারগড়, ৭ এপ্রিল (হি.স.): বিরোধীদের তথাকথিত মহাজোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে খোঁচা দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ।


পশ্চিম ওডিশার বারগড়ে নির্বাচনীয় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, মহাজোটের নেতা কে হবেন তা নিয়ে জনসমক্ষে কিছুই বলতে পারছেন না রাহুল গান্ধী। আসন্ন লোকসভা নির্বাচনে যদি মহাজোট জিতে যায় তবে প্রধানমন্ত্রী কে হবেন তা জানেন না কংগ্রেস সভাপতি। একদিকে যখন এনডিএ-র নেতা হিসেবে ফের এক প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। তখন মহাজোট ক্ষমতায় এলে কে প্রধানমন্ত্রী হবেন তা বলতে পারছেন না রাহুল গান্ধী। 


ব্যঙ্গ করে অমিত শাহ বলেন, ‘কেউ আমাকে বলছেন সোমবার প্রধানমন্ত্রী হবেন মায়াবতী, মঙ্গলবার হবেন অখিলেশ (যাদব), বুধবার লালুপ্রসাদ যাদব, বৃহস্পতিবার চন্দ্রবাবু নাইডু, শুক্রবার স্ট্যালিন এবং শনিবার রাহুল গান্ধী। রবিবার ছুটির দিন।’ এই নেতৃত্ব দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। গোটা দেশ এবং ওডিশাকে কংগ্রেস দীর্ঘদিন ধরে শাসন করেছে। কিন্তু স্বাধীনতার পর থেকে কোনও উন্নয়ন হয়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *