আডবানির ব্লগকে হাতিয়ার করে বিজেপিকে আক্রমণ মায়াবতীর

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.) : বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানির ব্লগকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে মুখর হলেন বহুজন সমাজ পার্টির (বসপা) সুপ্রিমো মায়াবতী।

শনিবার ট্যুইটারে বসপা সুপ্রিমো মায়াবতী লেখেন, ‘আডবানিজির উপদেশের মাধ্যমে মোদী সরকারের বর্তমান চেহারা প্রকাশ্যে চলে এসেছে। আডবানিজি কেন্দ্রীয় সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। অযোগ্য, জনবিরোধী এই সরকার আর কেন্দ্রে ফিরবে না।’

গত বৃহস্পতিবার লালকৃষ্ণ আডবানি ব্লগে লিখেছিলেন, ‘বিজেপির জাতীয়তাবাদের আদর্শে সহমত না হলে সে দেশদ্রোহী নয়।’ এরপরই বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। আডবানির এই ব্লগকে স্বাগত জানিয়েছেন নরেন্দ্র মোদী। ট্যুইট করে নরেন্দ্র মোদী লিখেছিলেন, বিজেপির প্রকৃত নির্যাস তুলে ধরেছেন আডবানিজি। লালকৃষ্ণ আডবানির জন্য গর্বিত।