BRAKING NEWS

অলিম্পিকের সোনা জয়ের লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছেন মেরি কম

কলকাতা, ৬ এপ্রিল (হি.স.) : অলিম্পিকের সোনার পদকের জন্যই আজও লড়াই চালিয়ে যাচ্ছেন লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী বক্সার মেরি কম। শনিবার কলকাতায় এসে তিনি বলেন, \” দেখুন আমার সব আছে, ওয়ার্ল্ডচ্যাম্পিয়নশিপে সোনা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা, কমনওয়েলথে সোনা। অলিম্পিকেও পদক আছে। কিন্তু সোনার পদক নেই। ওটা পাওয়াই আমার চ্যালেঞ্জ। আর তার জন্যই আমি লড়াই করে যাচ্ছি।\” ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন। কমনওয়েলথ গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমসে সোনার পদকও রয়েছে তাঁর ঝুলিতে। শুধু অলিম্পিকে সোনার পদক নেই তাঁর। ৩৬ বছর বয়সেও জয়ের খিদে এতটুকু কমেনি।

মেরি আরও বলেন, \”এই বছরটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ বছর। অক্টোবর-নভেম্বরে রাশিয়ায় বিশ্বচ্যাম্পিয়নশিপ আছে। আর ওখানেই ২০২০ টোকিও অলিম্পিকের ছাড়পত্র আদায় করে নিতে হবে। আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব সেটা নিতে। ৫১ কেজি বিভাগে আমার লড়াই। যদি বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে অলিম্পিকের ছাড়পত্র আদায় না করতে পারি তাহলেও একটা সুযোগ পাব ২০২০ সালের জুন-জুলাই মাসের যোগ্যতাপর্বের প্রতিযোগিতায়।\” কিন্তু রাশিয়াতেই টোকিওর টিকিট পাকা করতে মরিয়া মেরি।শনিবার একটি বেসরকারি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে কলকাতায় এসে তিনি জানান ভবিষ্যতে দেশকে আরও মেরি কম উপহার দিতে চান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *