BRAKING NEWS

গ্রীষ্মের ছুটিতে সামার ক্যাম্পের আয়োজন সুকলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ এবছর গ্রীষ্মের ছুটিতে সরকারী সুকলগুলিতে সামার ক্যাম্পের আয়োজন করা হবে৷ এমনই চিন্তাভাবনা করছে রাজ্য সরকার৷ সূত্রের খবর, গ্রীষ্মের ছুটিতে ১৪ দিন সামার ক্যাম্পের আয়োজন করা হবে৷ তাতে, প্রতিদিন তিন ঘন্টা করে সামার ক্যাম্পে ছাত্রছাত্রীদের উৎকর্ষতা বৃদ্ধি করা হবে৷ সূত্রের বক্তব্য, অংক ও বাংলা ১ ঘন্টা, একাডেমিক এক্টিভিটি ১ ঘন্টা এবং খেলাধূলার জন্য ১ ঘন্টা বরাদ্দ করা হয়েছে৷ সম্প্রতি শিক্ষা দপ্তরের উদ্যোগে সমীক্ষায় চিহ্ণিত দূর্বল ছাত্রছাত্রীদের জন্য এবছর সামার ক্যাম্পের আয়োজন করা হচ্ছে৷ আগামী বছর থেকে রাজ্যের সমস্ত সুকলের সকল ছাত্রছাত্রীদের জন্য সামার ক্যাম্পের আয়োজন করা হবে৷

সূত্রের কথায়, তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দূর্বল ছাত্রছাত্রীদের নিয়ে সামার ক্যাম্পের আয়োজন করা হবে৷ নিজ নিজ সুকলে বুনিয়াদী স্তরের শিক্ষক-শিক্ষিকারা এই সামার ক্যাম্পের পরিচালনা করবেন৷ জানা গেছে, এই সামার ক্যাম্পের জন্য নির্বাচন কমিশনের অনুমতি নেবে রাজ্য সরকার৷ আগামী ২৫ মে থেকে গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে৷ ওইদিন থেকে সামার ক্যাম্প শুরু করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের৷ জানা গেছে, সামার ক্যাম্পের অন্তিম দুই দিন অভিভাবকদের ডেকে এনে তাঁদের সন্তানের অগ্রগতি তাঁদের জানানো হবে৷

এদিকে, সুকলগুলিতে অতিরিক্ত ছুটি বাতিলের চিন্তাভাবনা করছে রাজ্য সরকার৷ সূত্রের খবর, সরকারী ছুটির অতিরিক্ত ছুটি সুকলগুলি উপভোগ করে৷ ওই ছুটিগুলি বাতিল করতে চাইছে রাজ্য সরকার৷ শীঘ্রই এবিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *