BRAKING NEWS

রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সুুনিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : ডি জি পি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল৷৷ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন রাজ্য পুলিশের মহা নির্দেশক৷ শুক্রবার রাজ্য পুলিশের মহা নির্দেশক এর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের মহা নির্দেশক জানান, রাজ্যের দুটি আসনেই লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছে গেছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী৷ ভারত বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়া হয়েছে৷ যেকোনো ধরনের অনুপ্রবেশ সুদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সীমান্তরক্ষী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে৷
আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্য প্রশাসন বদ্ধপরিকর৷ রাজ্য পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে৷ যেকোনো ধরনের অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে৷ ভোট পাব অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে৷ শুক্রবার বিকেলে রাজ্য পুলিশের সদর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের মহা নির্দেশক জানান, চলতি বছরের ১০ মার্চ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন জামিন অযোগ্য মামলায় জড়িত ১৩৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ রাজ্য পুলিশের মহা নির্দেশক এ কে শুক্লা বলেন আরও বেশ কিছু সংখ্যক পলাতক আসামীকে গ্রেফতারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷

রাজ্য পুলিশের মহা নির্দেশক আরো জানান, নির্বাচনের প্রাক্কালে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে৷ অতি সম্প্রতি বিশ্রামগঞ্জ এর মাস্টার পাড়া এলাকায় একটি স্ট্যাচুকে নিয়ে পরিকল্পিতভাবে গুজব ছড়ানোর কারণে এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ মামলা গ্রহণ করেছে বলেও জানান রাজ্য পুলিশের মহানির্দেশক৷ এ ব্যাপারে বিশ্রামগঞ্জ থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান৷ রাজ্য পুলিশের মহা নির্দেশক শুক্লা জানান, পুলিশ এখনো পর্যন্ত প্রাক-নির্বাচনী সময়কালে ৩৫ টি মামলা গ্রহণ করেছে৷ এ ব্যাপারে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ নির্বাচন সংক্রান্ত ব্যাপারে যে কোন অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ মামলা গ্রহণ করছে বলে জানান তিনি৷ রাজ্য পুলিশের মহাপরিদর্শক আরো জানান প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীরা যাতে নির্ভয় এ ভোট প্রচার করতে পারেন সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷

পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে যথাক্রমে আগামী ১১ এপ্রিল এবং ১৮ এপ্রিল ভোট গ্রহণ করা হবে৷ ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার জন্য পুলিশ টি এস আর এর পাশাপাশি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীও নিরাপত্তার দায়িত্ব পালন করবে৷ রাজ্য পুলিশের মহা নির্দেশক জানান ইতিমধ্যেই রাজ্যে ৬৪কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী এসে পৌঁছেছে৷ কোন ধরনের গুজবে কান না দেওয়ার জন্য রাজ্য পুলিশের মহা নির্দেশক রাজ্যের সকল স্তরের জনগণের প্রতি আবেদন জানিয়েছেন৷ কোথাও কোন ধরনের সন্দেহজনক বস্তু দেখলে নিকটবর্তী থানা কিংবা পুলিশের কাছে খবর দিতে অনুরোধ জানিয়েছেন রাজ্য পুলিশের মহা নির্দেশক৷ রাজ্যের দুটি আসনেই নির্বাচন পর্ব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাজ্য পুলিশের মহা নির্দেশক এ কে শুক্লা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *