BRAKING NEWS

উত্তর প্রদেশের জোড়া জনসভা থেকে কংগ্রেস, সপা ও বসপাকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

লখনউ, ৫ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের জোড়া জনসভা থেকে কংগ্রেস, সপা ও বসপাকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । শুক্রবার উত্তর প্রদেশের গজরৌলা (অমরোহা) আর কসবা নানৌতা (সাহারনপুর)-এ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন |এদিনের ভাষনে প্রধানমন্ত্রী প্রথমেই বলেন বিগত পাঁচ বছরে যেভাবে আপনারা এই চৌকিদারের সঙ্গে থেকেছেন, তার জন্য আমি আপনাদের সামনে সবিনয়ে মাথা নত করছি| আপনাদের প্রনাম জানাচ্ছি | সেই সঙ্গে তিনি জানান, গতকালই আপনাদের এই প্রধানসেবককে সংযুক্ত আরব আমিরাত সর্বোচ্চ নাগরিক সম্মাননা দেওয়ার ঘোষণা করেছে । আমি সংযুক্ত আরব আমিরাত সরকার এবং সেখানকার জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি এই সম্মান দেশবাসীর উল্লেখ করে তিনি বলেন, এটা আমার নয়, ১৩০ কোটি ভারতবাসীর সম্মান | দেশের উন্নয়নের সঙ্গে থাকা লক্ষ লক্ষ ভারতবাসীর সম্মান |

এদিনের সভা থেকে তিনি বলেন, আপনাদের এই চৌকিদারের একটাই লক্ষ্যে সে কৃষক হোক বা জওয়ান অথবা যুব সমাজ হোক না কেন, সকলের নিরাপত্তা, সমৃদ্ধি এবং সকলের সম্মান রক্ষা করা | তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। দেশের সম্মান রক্ষা করতে মজবুত সরকার গঠন করা খুব প্রয়োজন। দেশকে এগিয়ে নিয়ে যেতে আমরা সকলকে জোট হয়ে এগিয়ে আসতে হবে বলে আহ্বান জানান তিনি |এদিন তিনি বিরোধীদের আক্রমণ করে বলেন, সন্ত্রাসবাদীদের তাদের ভাষাতেই জবাব দিতে হবে | তবে কিছু মানুষ এটা পছন্দ করছেন না। ভারত যখন শত্রুদের উপর চোট পৌঁছাচ্ছে, তখন কিছু মানুষ ভারতের মাটিতে চোখের জল ফেলছে। যখন পাকিস্তান গোটা বিশ্বের সামনে নগ্ন হয়ে পড়েছে, তখন তারা পাকিস্তানের পক্ষে কথা বলে নিজেদের হিরো মনে করছেন তারা |তিনি বলেন, উত্তর প্রদেশে যখন মহাভেজাল সরকার ছিল তখন বিস্ফোরণ নিত্য দিনের ঘটনা ছিল | নিরাপত্তা এজেন্সি অপরাধীদের যখন পাকড়াও করতো তখন ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য বুয়া-বাবুয়ার সরকার তাদের ছেড়ে দিত | বিগত পাঁচ বছরে বিস্ফোরণের শব্দ থেমে গিয়েছে | কারণ দিল্লিতে আপনারা স্বচ্ছ ভাবমূর্তির চৌকিদারকে বসিয়েছেন |

এদিন তাঁর ভাষণে উঠে আসে মুজাফফরনগর শামলি, ও কৈরানার জাতিদাঙ্গার প্রসঙ্গ | তিনি বেলন, মুজাফফরনগরে জাতপাত এবং সম্প্রদায়ের ভিত্তিতে কেমন ধরনের অত্যাচার হয়েছিল | ওই মডেল যখন শামলি ও কৈরানাতে বাড়ি-ঘর, দোকানে ঢুকে প্রকাশ্যেই জুলুম চালিয়ে ঘুরে বেড়াতো, তখন রাজনৈতিক স্বার্থে সে বিষয় উদাসীন ছিল বুয়া-বাবুয়া | কিন্তু উত্তর প্রদেশের জনগণ কি তা ভুলতে পারে? প্রশ্ন তোলেন তিনি |

এদিন জঙ্গীদের ও বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আজ সন্ত্রাসবাদীদেরও জানা আছে, ওরা কোনও ভুল করলে মোদী তাদের পাতাল থেকেও খুঁজে বের করে শাস্তি দেবে। মোদী আতঙ্কবাদীদের ভোটব্যাঙ্ক হিসেবে গন্য করে না, আর তাই আজ সন্ত্রাসবাদীদের মদতকারীরা কারাগারে বন্দি হয়ে রয়েছে ?এদিন তিনি তীব্র আক্রমণ করেন কংগ্রেসকে | তিনি বলেন, কংগ্রেস নিজেদের অন্তঃসারশূন্য ইস্তেহারে যা লিখেছে, তার মানে হল এই যে মেয়েদের সঙ্গে অপরাধে লিপ্ত কুখ্যাত অপরাধীদেরও জেল হবে না | তাদের জামিন দিয়ে দেওয়া হবে | এমন চিন্তাশীল মানুষকে দেশবাসী কি ক্ষমা করবে? উত্তর প্রদেশের জনগণ কি তাঁদের ক্ষমা করবে?

এদিন তিনি দেশে সুস্থিতি আনার ডাক দিয়ে বলেন, আজ আপনার এক–একটি ভোট অপরাধী ও মাফিয়াদের থেকে পরিশ্রমী ব্যাবসায়ীদের রক্ষা করবে। কৃষকদের জন্য সমৃদ্ধি নিয়ে আসবে। শ্রমিকদের বেঁচে থাকার সম্মান দেবে। তরুণদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণ করবে। আমাদের সেনাবাহিনীর মনোবল বাড়াবে | আপনার এক–একটি ভোট হিংসার পরিবর্তে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বয়ে আনবে। আমাদের মহান মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণ করবে । নতুন ভারতের স্বপ্ন ডানা মেলবে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *