BRAKING NEWS

মাধববাড়ির ঘটনায় সিপিএম ও আইএনপিটি দায়ী : বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্যে জাতি-উপজাতির ঐক্যে ফাঁটল ধরানোর চেষ্টা হচ্ছে এই অভিযোগ তুলে সিপিএম ও আইএনপিটিকে একহাত নিয়েছেন বিজেপি প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ কাঞ্চনপুরে নির্বাচনী জনসভায় বিপ্লব দেব সাফ জানিয়েছেন, মাধববাড়িতে সংঘর্ষের ঘটনায় সিপিএম ও আইএনপিটি দায়ি৷ তাঁরাই উপজাতি অংশের যুবদের উস্কানি দিয়ে মাধববাড়িতে অস্থিরতা কায়েম করেছিলেন৷ জাতি – উপজাতির ঐক্যে ফাঁটল ধরানোর চেষ্টা করা হয়েছিল৷

বিপ্লব দেবের কথায়, নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতায় উপজাতি অংশের জনগণকে খেঁপিয়ে তোলার পেছনে সিপিএম ও আইএনপিটি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্ররোচনা দিয়েছে৷ তিনি বলেন, বিরোধীরা ওই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছিল৷ কিন্তু, রাজ্য সরকার মেজিস্ট্রেট তদন্তের মাধ্যমেই দোষি পুলিশ ও চিকিৎসকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে৷ তিনি দাবি করেন, অতীতে কোনও মেজিস্ট্রেট তদন্তে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ হয়নি৷ কারণ, মেজিস্ট্রেট তদন্ত পূর্বতন বাম সরকার প্রভাবিত করতো৷ তাঁর আরো দাবি, সিপিএমের প্ররোচনাতেই মাধববাড়ির ঘটনায় জিরানিয়ার এসডিপিও, টিএসআরের কনস্টেবল এবং জিবি হাসপাতালের চিকিৎসক সঠিক ভাবে দায়িত্ব পালন করেননি৷ তাই তাদেরকে বরখাস্ত করা হয়েছে৷ বিপ্লব দেবের কথায়, বিজেপি সরকার কখনই অরাজকতা এবং কর্তব্যে গাফিলতি বরখাস্ত করবে না৷ এদিন তিনি লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *