BRAKING NEWS

পুলিশের বিশেষ পর্যবেক্ষকের কাছে নালিশ জানাল বিজেপি, সিপিএম ও কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ পুলিশের বিশেষ পর্যবেক্ষকের কাছে নালিশ জানাল বিজেপি, সিপিএম ও কংগ্রেস৷ রাজ্যের এই তিন প্রধান রাজনৈতিক দল মূলত সন্ত্রাসের অভিযোগ জানিয়েছে পুলিশের বিশেষ পর্যবেক্ষকের কাছে৷

এবিষয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ কমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য বলেন, ডাঃ অশোক সিনহার নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ পুলিশের বিশেষ পর্যবেক্ষকের সাথে দেখা করেছেন৷ তাঁরা পুরনো অভিযোগ আবার পুলিশের বিশেষ পর্যবেক্ষকের কাছে তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ছেন৷ পাশাপাশি, রাজ্যে নির্বাচনকে ঘিরে পিসিসি সভাপতি নির্দিষ্ট একটি জাতিগোষ্ঠিকে কেন্দ্র যেভাবে বক্তব্য রাখছেন তাতে রাজ্যে অশান্তি সৃষ্টির সম্ভাবনা প্রবল, তাও জানানো হয়েছে৷ নবেন্দুবাবু জানান, কমিশনের কাছে সিপিএম যে সমস্ত অভিযোগ করেছে তা সম্পূর্ণ অসত্য এবং মনগড়া৷

লোকসভা নির্বাচনের জন্য ত্রিপুরা রাজ্যের পর্যবেক্ষকের কাছে আবার অভিযোগ জানাল সিপিআইএম৷ বৃহস্পতিবার দুপুরে আগরতলার খেজুরবাগান এলাকার স্টেট গেস্ট হাউসে গিয়ে পর্যবেক্ষককে অভিযোগ জানান সিপিআইএম-এর ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাসের নেতেত্বে তিনি সদস্যের এক প্রতিনিধি দল৷

পর্যবেক্ষকের সঙ্গে দেখা করে বেরিয়ে আসার সময় গৌতম দাস সংবাদ মাধ্যমকে জানান, তাঁরা রাজ্যের বর্তমান পরিস্থিতি বিস্তারিতভাবে তুলে ধরছেন৷ নতুন সরকার প্রতিষ্ঠার পর রাজ্যে বিরোধীদের উপর লাগাতার আক্রমণ চলছে৷ শাসক দলের টার্গেট হচ্ছেন বামফ্রন্টের নেতা কর্মীরা৷ এক বছরে সাতজন বামফ্রন্ট কর্মী খুন হয়েছেন, ১,৬০০-এর বেশি কর্মী আহত হয়েছেন, বহু কর্মী-সমর্থকদের ঘরবাড়ি আক্রান্ত হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে৷ নির্বাচন ঘোষণা হওয়ার পর বাম প্রার্থীদের প্রচার করতে দেওয়া হচ্ছে না৷ কর্মী সমর্থকদের ভয় ভীতি দেখানো হচ্ছে৷ তাদের বাড়িঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না৷ এই পরিস্থিতিতে রাজ্যে কতটুকু অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে তা নিয়ে তাঁরা চিন্তিত৷

গৌতমের অভিযোগ, বিজেপি সরকার প্রতিষ্ঠার পর পঞ্চায়েত, পুরনিগম ও নগর পঞ্চায়েতে যে উপনির্বাচন হয়েছে তার প্রায় ৯৬ শতাংশ আসনে বিরোধী প্রতিনিধিদের জোর করে পদত্যাগ করতে বাধ্য করে নির্বাচনের নামে প্রহসন করা হয়েছিল৷ তাই তাঁরা পর্যবেক্ষকের কাছে দাবি জানিয়েছেন রাজ্যের সাধারণ মানুষ-সহ বিরোধী দলের কর্মী সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে৷ তিনি আরও বলেন, সারা দেশের মধ্যে ত্রিপুরা রাজ্যে সব চেয়ে বেশি হারে ভোট পড়ে যা ভারতের মধ্যে জাতীয় রেকর্ড৷ এবারের নির্বাচনে রাজ্যে এই ঐতিহ্য যেন বজায় থাকে এর জন্য নির্বাচন কমিশনকে পদক্ষেপ গ্রহণ করাও আর্জি জানানো হয়েছে৷

নির্বাচন কমিশন এই বিষয়ে কী পদক্ষেপ নেয় তা দখতে অপেক্ষায় আছেন তাঁরা, জানান গৌতম দাস৷ তিনি জানান, আগেও সিপিআইএম-এর তরফে নির্বাচন কমিশনে একাধিকবার অভিযোগ জানিয়েছে৷

এদিকে, কংগ্রেসও পুলিশের বিশেষ পর্যবেক্ষকের কাছে সন্ত্রাস ইস্যুতে নালিশ জানিয়েছে৷ কংগ্রেস রাজ্যে শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করার দাবি জানিয়েছে৷

আজ মুখ্য নির্বাচন আধিকারিক জানান, স্পেশাল পুলিশ অবজারভার বি জে পি, সি পি আই(এম) এবং আই এন সি দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন৷ তিনি আজ আগরতলা এবং সংলগ্ণ এলাকা পরিদর্শন করেন৷ মুখ্য নির্বাচন আধিকারিক জানান, রাজ্যে নির্বাচনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী রয়েছে৷ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নিরাপত্তা রক্ষীরা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন৷ স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা রক্ষীদের টহলদারি বাড়ানো হয়েছে৷ অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *