BRAKING NEWS

শেষ পর্যন্ত জল্পনার অবসান, ওয়ানাড লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন রাহুল গান্ধী

ওয়ানাড (কেরল), ৪ এপ্রিল (হি.স.): শেষ পর্যন্ত যাবতীয় জল্পনার অবসান| কেরলের ওয়ানাড লোকসভা আসন থেকে মনোনয়ন পত্র জমা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| অতীতে যে ভাবে ইন্দিরা গান্ধী ও সোনিয়া গান্ধী একইসঙ্গে উত্তর ও দক্ষিণ ভারতের জোড়া আসন থেকে লড়েছিলেন, এবার সেই পথেই হাঁটলেন রাহুল গান্ধী| কেরলের কংগ্রেস নেতা-কর্মী, ডিএমকে প্রেসিডেন্ট এম কে স্ট্যালিন-সহ আরও অনেকের অনুরোধেই উত্তর কেরলের ওয়ানাড আসনটি বেছে নিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| কংগ্রেসের তরফে গত রবিবারই অনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, ওয়ানাড লোকসভা কেন্দ্রে প্রার্থী হবেন রাহুল গান্ধী| অবশেষে যাবতীয় জল্পনার অবসান হল| বৃহস্পতিবার ওয়ানাড লোকসভা আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় রাহুলের সঙ্গে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও|

বুধবারই কেরল পৌঁছেছিলেন রাহুল গান্ধী| রাত কাটিয়েছিলেন কোঝিকোড়ের গেস্টহাউসে| এরপর বৃহস্পতিবার সকালেই কোঝিকোড়ে থেকে হেলিকপ্টারে চড়ে কেরলের ওয়ানাড পৌঁছন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| সেই সময় রাহুলের সঙ্গে ছিলেন পূর্ব-উত্তর প্রদেশের দায়িত্ব প্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও| ওয়ানাড পৌছনোর বেশ কিছুক্ষণ পরই মনোনয়ন পত্র জমা দিয়েছেন রাহুল গান্ধী| মনোয়ন পেশের পর রোড শো করেছেন রাহুল-প্রিয়াঙ্কা| রাহুল ও প্রিয়াঙ্কাকে স্বাগত জানাতে রাস্তায় দু’ধারে দাঁড়িয়ে ছিলেন প্রচুর সংখ্যক সাধারণ মানুষ|

প্রসঙ্গত, উত্তর প্রদেশের আমেঠির পাশাপাশি এবার কেরলের ওয়ানাড থেকেও ভোটেও লড়বেন রাহুল গান্ধী| উত্তর ভারতের পাশাপাশি দক্ষিণ ভারত থেকেও ভোটে লড়ার জন্য রাহুলকে তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি| আমেঠির জনগণকে রাহুল অপমান করছেন এমনই দাবি করে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, ‘আমেঠির জনগণের সমর্থণের জন্যই বিগত ১৫ বছর ধরে ক্ষমতা উপভোগ করতে পেরেছেন তিনি (রাহুল)| কিন্তু, এখন অন্য কোনও জায়গা থেকে মনোনয়ন জমা দিচ্ছেন তিনি| আমেঠির জনগণকে অপমান করলেন তিনি, জনগণ কখনই তা বরদাস্ত করবে না|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *