BRAKING NEWS

সিওয়ানে প্রাক্তন জেডি (ইউ) নেতার অপহৃত ছেলের দেহ উদ্ধার, গ্রেফতার ৪ জন অভিযুক্ত

সিওয়ান (বিহার), ৪ এপ্রিল (হি.স.): অপহরণের বেশ কয়েক ঘন্টা পর বিহারের সিওয়ান জেলায় রহস্যজনকভাবে উদ্ধার হল প্রাক্তন জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর নেতা প্রয়াত সুরেন্দ্র প্যাটেলের ছেলের দেহ| বৃহস্পতিবার সকালে সিওয়ান জেলার মুফস্সিল থানা এলাকায় রহস্যজনকভাবে উদ্ধার হয় সুরেন্দ্র প্যাটেলের ছেলে রাহুল কুমারের মৃতদেহ| বুধবার সন্ধ্যায় সিওয়ান জেলার মহাদেব ওপি থানার অন্তর্গত চকরী মোড় থেকে রাহুলকে অপহরণ করা হয়| এরপর বৃহস্পতিবার সকালে রাহুলের মৃতদেহ উদ্ধার হয়| এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ| সিওয়ান-এর এএসপি কে কে মিশ্র জানিয়েছেন, প্রাক্তন জেডি (ইউ) নেতার ছেলের দেহ উদ্ধার হওয়ার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে| ঘটনার তদন্ত শুরু হয়েছে|

সিওয়ান-এর কেন্দ্রীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র রাহুল কুমারকে বুধবার সন্ধ্যায় অপহরণ করা হয়| গ্রাম থেকে শহরে বেড়াতে আসা রাহুলের জেঠু নাগেন্দ্র প্যাটেল যখন জানতে পারেন, রাহুল বাড়িতে নেই তখন থেকেই খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা| এরইমাঝে রাত ৮.১০ মিনিট নাগাদ অপহরণকারীরা রাহুলের তুতো ভাই রাজীব রঞ্জনের মোবাইলে ফোন করে ৫০ লক্ষ টাকা দাবি করে| এরপরই পুলিশে খবর দেন রাহুলের পরিবারের সদস্যরা| অপহৃত রাহুলকে কিভাবে খুঁজে বের করা সম্ভব, তা পর্যালোচনা করতে অন্যান্য পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন পুলিশ ইন্সপেক্টর নবীন চন্দ্র ঝা| প্রাথমিক তদন্তের পর ভিক্কি কুমার নামে প্রতিবেশী এক যুবককে সন্দেহের তালিকায় রাখে পুলিশ| পরে ভিক্কিকে গ্রেফতারও করা হয়, এরপর বৃহস্পতিবার সকালে রাহুলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ| পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় সকাল ৫.০০ নাগাদ| অপহরণের পর কি কারণে হত্যা করা হল প্রাক্তন জেডি (ইউ) নেতার ছেলেকে, তা তদন্ত করে দেখছে পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *