লোকসভা নির্বাচন সবেতন ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ লোকসভার আসন্ন সাধারণ নির্বাচনে ভোটাররা যাতে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় কেন্দ্র এবং ২-ত্রিপুরা পূর্ব সংসদীয় কেন্দ্রের (এস টি) অন্তর্ভক্ত সমস্ত সরকারি দপ্তর, ম্যাজিস্টেরিয়েল কোর্ট, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্য সমস্ত প্রতিষ্ঠান সমূহে যথাক্রমে ১১ এপ্রিল, ২০১৯ (বৃহস্পতিবার) এবং ১৮ এপ্রিল, ২০১৯ (বৃহস্পতিবার) ছুটি ঘোষণা করা হয়েছে৷

জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-র ১৩৫ বি ধারা অনুযায়ী রাজ্য সরকারের পক্ষ থেকে এই ছুটি ঘোষণা করা হয়েছে৷ ফ্যাক্টরি আইন ১৯৪৮-র আওতায় পড়া ত্রিপুরা সরকারের শিল্প অধিগৃহীত সংস্থা সমূহে কর্মরত কর্মচারী ও ত্রিপুরা সরকারের দৈনিক হাজিরা / কন্টিনজেন্ট কর্মচারী এবং ত্রিপুরার যে কোনও ব্যবসা / ট্রেডে কর্মরত শ্রমিক / কর্মচারীদের জন্য ১১ এপ্রিল, ২০১৯ এবং ১৮ এপ্রিল, ২০১৯ যথাক্রমে ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় কেন্দ্র এবং ২-ত্রিপুরা পূর্ব সংসদীয় কেন্দ্রের (এস টি) ভোটারদের ক্ষেত্রে সবেতন ছুটি ঘোষণা করা হয়েছে৷ এমনও হতে পারে কোনও ব্যক্তি কোনও কেন্দ্রের বাসিন্দা এবং ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় কেন্দ্র অথবা ২-ত্রিপুরা পূর্ব সংসদীয় কেন্দ্রের (এস টি) ভোটার কিন্তু তাদের নিজ সংসদীয় কেন্দ্রের বাইরে কোনও সরকারি প্রতিষ্ঠান সমূহে অথবা অধিগৃহীত শিল্প সংস্থা সমূহ অথবা অন্য যে কোনও প্রতিষ্ঠানে কর্মরত সেক্ষেত্রে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য বিশেষ ক্যাজয়েল লিভ পাবেন৷ অনুরূপভাবে নিজ সংসদীয় কেন্দ্রের বাইরে কর্মরত ক্যাজয়েল / দৈনিক হাজিরার কর্মীরা জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-র ১৩৫ বি (১) ধারা অনুযায়ী ১১ এপ্রিল এবং ১৮ এপ্রিল, ২০১৯ পর্যায়ক্রমিকভাবে সবেতন ছুটি পাবেন৷ তবে কোনও ব্যক্তির অনুপস্থিতিতে তিনি যেখানে কর্মরত সেখানে বড় ধরনের কোনও সমস্যার স’ষ্টি হওয়ার পরিস্থিতি দেখা দিলে সেক্ষেত্রে তিনি ছুটির এই সুুবিধা ভোগ করতে পারবেন না৷ রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের পক্ষ থেকে এক বি’প্তিতে এই সংবাদ জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *