BRAKING NEWS

বঙ্গবন্ধুর জীবন নিয়ে চলচ্চিত্র, শ্যাম বেনেগাল ঢাকা এসেছেন

ঢাকা, ২ এপ্রিল (হি. স.) : চলচ্চিত্রের পর্দায় উঠে আসবে স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও সংগ্রাম। বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে নির্মিতব্য এই চলচ্চিত্রে তুলে ধরা হবে বঙ্গবন্ধুর তারুণ্য থেকে সংগ্রামী জীবনের অধ্যায়। আর এই ছবিটি নির্মাণ করবেন ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল। ছবিটি নির্মাণের বিষয়ে আলোচনা করতে সোমবার রাতে চার দিনের সফরে ঢাকায় এসেছেন প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতা। শ্যাম বেনেগালের এই সফরে ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে কে অভিনয় করবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। এছাড়া ঢাকায় অবস্থানকালে তিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে বৈঠকে করবেন। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজহারুল হক জানিয়েছেন, ছবিটি নির্মাণের জন্য ইতোমধ্যে বাংলাদেশের ১০ ও ভারতের ৯ জন মিলিয়ে ১৯ সদস্যের একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ অংশে নেতৃত্ব দিচ্ছেন আজহারুল হক।

মঙ্গলবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে প্রথমে বৈঠকে মিলিত হন বেনেগাল। এর পর তিনি কথা বলেন সংস্কৃতি অঙ্গনের দুই বিশিষ্টজন সৈয়দ হাসান ইমাম, নাসির উদ্দীন ইউসুফের সঙ্গে। বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে ছবির অগ্রগতি নিয়ে আলোচনা করবেন। ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের প্রাক্কালে তাঁর জীবন নিয়ে যে চলচ্চিত্র বা বায়োপিক তৈরির পরিকল্পনা করা হয়েছে, তার পরিচালক হিসেবে বাংলাদেশ সরকার মুম্বাইয়ের শ্যাম বেনেগালকে বেছে নিয়েছে। ৮৩ বছর বয়সী প্রখ্যাত ও প্রবীণ এই পরিচালক ইতিমধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গবেষণা ও পড়াশোনা করেছেন। এদিন সকালে তিনি সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক এই চলচ্চিত্রের প্রাথমিক কাজ শেষ পর্যায়ে। এবারে ঢাকা সফরে ছবির নাম ভূমিকায় কে অভিনয় করবেন, তা নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছুতে চান। তিনি বলেন, “ব্যক্তিগতভাবে আমি চাই বাংলাদেশের কোনো অভিনেতা এই চরিত্রে অভিনয় করুক। কারণ, সেটাই যথার্থ হবে। আর যিনি বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন তিনি একটু রোগা হলেই ভাল হয়। কারণ, জীবনের বেশিরভাগ অংশে শেখ মুজিব স্লিম ছিলেন। খুব কম লোকই এটা খেয়াল করেন। বঙ্গবন্ধুর যে বিশাল ও ভারিক্কি চেহারার ছবিগুলোর সঙ্গে আমরা বেশি পরিচিত, সেটা তার জীবনের পরের দিককার। শেষদিকে তাঁর কিছুটা ওজন বেড়েছিল ঠিকই, কিন্তু জীবনের বেশিরভাগ সময় তিনি রীতিমতো রোগাই ছিলেন, যেমনটা হন টিপিক্যাল বাঙালি বুদ্ধিজীবী ও এ্যাক্টিভিস্টরা।” গত বছর আগস্টে তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে বাংলাদেশ থেকে একজন পরিচালক থাকবেন। এ ছাড়া এতে কে কে অভিনয় করবেন, তারাই বাংলাদেশ ও ভারতের পরিচালকরা ঠিক করবেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। শ্যাম বেনেগাল ঢাকায় অবস্থানকালে কে তাঁর সহযোগী হবেন তাও স্থির হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *