BRAKING NEWS

আফস্পা ও জম্মু-কাশ্মীরে পৃথক প্রধানমন্ত্রী ইস্যু তুলে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন অমিত শাহ

তুতিকোরিন, ২ এপ্রিল (হি.স.) : নির্বাচনী ইস্তেহারে আফস্পা শীথিল করার প্রতিশ্রুতি দেওয়ায় কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ | মঙ্গলবার তামিলনাডুতে তিনটি সভা করেন অমিত শাহ | সেই সভা থেকে জোটসঙ্গী ওমর আবদুল্লা জম্মু-কাশ্মীরে পৃথক প্রধানমন্ত্রী ইস্যু তুলে কংগ্রেসকে আক্রমণ করেন তিনি |

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আজ তামিলনাডুর তুতিকোরিন, শিবগঙ্গা এবং কয়েম্বাটুরে আয়োজিত বিশাল জনসভায় ভাষণ দেন | তামিলনাডুর উন্নয়নের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতায় কেন্দ্রে ‘ফের একবার, মোদী সরকার’ গঠনের আবেদন জানান । এদিন তামিলনাডুর সভা থেকে এই আবেদন জানিয়ে কংগ্রেসকে আক্রমণ করেন তিনি| বলেন, কংগ্রেস নিজেদের নির্বাচনী ইস্তেহারে বলেছে, কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় আসার পর আফস্পা শীথিল করা হবে । কংগ্রেস স্পষ্ট করুক যে, আফস্পাকে শীথিল করে তারা সেনাবাহিনীর মনোবল বৃদ্ধি না দুর্বল করে দিতে চান ? আফস্পাকে শীথিল করে কংগ্রেস সভাপতি কি বার্তা দিতে চাইছেন ? বলে প্রশ্ন তোলেন অমিত শাহ |তিনি বলেন, ডিএমকের সব প্রার্থী এ রাজা হোক, কানিমোঝি হোক অথবা কীর্তি চিদাম্বরম সকলেই কোনও না কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত | কংগ্রেস তাদের ইস্তেহারে বলেছে, সকলেরই জামিন পাওয়ার অধিকার আছে সে যেরকম অপরাধ হোক না কেন, সম্ভবত কার্তি চিদাম্বরমকে জেল থেকে বাঁচানোর জন্যই কংগ্রেস ইস্তেহারে এই বিষয়টি অন্তৰ্ভুক্ত করেছে | কোটি কোটি টাকার দুর্নীতি করা লোকেদের নিয়ে সমাবেশ করছে ইউপিএ। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার তামিলনাডুর বিকাশের জন্য অঙ্গীকারবদ্ধ |

এদিন তিনি ওমর আবদুল্লা জম্মু-কাশ্মীরে পৃথক প্রধানমন্ত্রী ইস্যু তুলে বলেন, কংগ্রেসের জোটসঙ্গী ওমর আবদুল্লা জম্মু-কাশ্মীরে পৃথক প্রধানমন্ত্রী দাবি করেছেন। কংগ্রেস উত্তর দিক কীভাবে এক দেশে দুই প্রধানমন্ত্রী হতে পারে? জম্মু-কাশ্মীর কি ভারতের অংশ নয় ? রাহুল গান্ধী স্পষ্ট করুন তিনি ওমর আবদুল্লার বক্তব্যকে সমর্থন করেন কিনা ? জম্মু-কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অঙ্গ আছে এবং থাকবে, এটি আমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না |এদিন তিনি দাবি করেন, দেশের প্রতিটি কোণের মানুষ দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবার দেখতে চান, কারণ প্রধানমন্ত্রী মানুষের আকাঙ্খা সত্যি করে দেখিয়েছেন, দেশ সুরক্ষিত হয়েছে বলেও দেখছেন, অন্যদিকে ভারত, বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে বলেও দেখছেন | তামিলনাডুতে এনডিএ-র জোট খুব মজবুত। সংবাদমাধ্যমের সমীক্ষা থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে, এনডিএ তামিলনাডুতে ৩০টি আসনে জয়যুক্ত হবে | তিনি বলেন, আমি তামিলনাডুর জনতাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে আশ্বস্ত করে বলতে চাই যে, এনডিএ-র কেন্দ্রীয় সরকার যে ভাবে বিগত পাঁচ বছরে গরিব-কল্যাণকারী সরকার চালিয়েছে, ঠিক একই ভাবে আগামী পাঁচ বছরে এম জি রামচন্দ্রন এবং জয়ললিতার মতো জন-কল্যাণের প্রতি সমর্পিত হয়ে সরকার চালাবে এনডিএ |

এদিনের সভা থেকেও সন্ত্রাসবাদ ইস্যু তুলে কংগ্রেসকে আক্রমণ করেন তিনি | বলেন, একদিকে যখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার এয়ারস্ট্রাইক করে দেশকে সুরক্ষিত করে রেখেছে। অন্যদিকে কংগ্রেস আর ডিএমকে নেতারা বলে চলেছে যে সন্ত্রাসবাদীদের সঙ্গে আলোচনা হওয়াটা প্রয়োজন। পাকিস্তানের সঙ্গেও কথা বলাটা দরকার | কংগ্রেস কান খুলে শুনে নিন, এটা নতুন ভারত, সন্ত্রাসবাদীদের তাদের ভাষাতেই জবাব দিতে জানে আর জবাব দেওয়াও হবে |এদিনের সভায় তামিলনাডুতে এনডিএ-র সব সহযোগী দল এআইডিএমকে, পিএমকে, ডিএমডিকে প্রভৃতি দলের বর্ষীয়ান নেতারা উপস্থিত ছিলেন | এদিন তামিলনাডুতে জনসভা করার পর শ্রী শাহ কর্ণাটকে জমকালো শোভা করবেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *