BRAKING NEWS

একদিনের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

দুবাই, ১ এপ্রিল (হি.স.) : সিরিজ জয়ের পর এবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া৷ সিরিজ আগেই জয় করে অজিরা৷ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নিয়মরক্ষার শেষ ম্যাচেও ২০ রানে জয় তুলে নিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল অজিরা৷


টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৭ রান তোলে৷ নিশ্চিত শতরান হাতছাড়া করেন উসমান খোওয়াজা৷ বড় রানের ইনিংস গড়েন খোওয়াজাসহ অস্ট্রেলিয়ার প্রথম চার ব্যাটসম্যানই৷ উসমানের পাশাপাশি হাফসেঞ্চুরি করেন অ্যারন ফিঞ্চ, শন মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল৷জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৭ রানে আটকে যায়৷ ব্যর্থ হয় হ্যারিস সোহেলের অনবদ্য শতরান৷ শান মাসুদ ও ইমদ ওয়াসিম হাফসেঞ্চুরি করলেও দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি৷


গোটা সিরিজে অস্ট্রেলিয়ার টপ অর্ডার দুর্দান্ত ফর্মে রয়েছে৷ এই ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি৷ ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়া ১৩৪ রান তোলে৷ শেষে অ্যারন ফিঞ্চ ৬৯ বলে ৫৩ রান করে আউট হন৷ উসমান খোওয়াজা মাত্র দু’রানের জন্য ব্যক্তিগত শতরান হাতছাড়া করেন৷ ১১১ বলে ৯৮ রান করার পথে তিনি ১০টি বাউন্ডারি মারেন৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে শন মার্শ ৬৮ বলে ৬১ রান করেন৷পাকিস্তানও অবশ্য মন্দ ব্যাটিং করেনি৷ ওপেনার আবিদ আলি শূন্য রানে আউট হলেও শান মাসুদ ৫৪ বলে ৫০ রান করেন৷ হ্যারিস সোহেল ১১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১২৯ বলে ১২৯ বলে ১৩০ রান করে আউট হন৷ এছাড়া উমর আকমল ৪৩ ও ইমদ ওয়াসিম ৩৪ বলে অপরাজিত ৫০ রানের যোগদান রাখেন৷৩টি উইকেট নেন বেহরেনডর্ফ৷ ম্যাচের সেরা হয়েছেন ম্যাক্সওয়েল৷ সিরিজ সেরা ফিঞ্চ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *