BRAKING NEWS

শত্রুঘ্ন সিনহার কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে বিস্ফোরক সোনাক্ষী

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি. স.) : কংগ্রেসে যোগ দিচ্ছেন প্রাক্তন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা। এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে প্রচুর আলোচনা । শনিবার এব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী সিনহা জানান, এই সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল তাঁর বাবার।

উল্লেখ্য, এর আগে কংগ্রেসে যোগ দিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ শেষে শত্রুঘ্ন সিনহা বলেন, “রাহুল গান্ধী খুব উত্সাহী ও ইতিবাচক মানুষ। তিনি আমার প্রশংসা করে বলেন, আমি বিজেপিতে থেকেই বিদ্রোহ ও সমালোচনা করেছি। রাহুল আমার চেয়ে ছোট, কিন্তু আজ তিনি দেশের একজন জনপ্রিয় নেতা। আমি নেহরু-গান্ধীর পরিবারের সমর্থক। আমি মনে করি তাঁরাই দেশের নির্মাতা।” শত্রুঘ্ন সিনহার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে জল্পনা হয়েছে প্রচুর, এমনকি এখনও নানা সমালোচনা চলছে। এমতাবস্থায় তাঁর পাশে দাঁড়ালেন মেয়ে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তাঁর মতে, তাঁর বাবার এই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল। সম্প্রতি মুম্বইয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন সোনাক্ষী সিনহা। তিনি জানিয়েছেন, “বাবা সেই জে পি নারায়ণ, অটলবিহারি বাজপেয়ি, এল কে আদভানির সময় থেকেই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে যুক্ত। দলের একজন প্রবীণ নেতা হিসেবে তাঁর যতটা শ্রদ্ধা প্রাপ্য, তিনি মোটেই তা পাননি। তাই আমার মনে হয়, বাবার হয়তো এই সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *