নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ ৷৷ লোকসভা নির্বাচনে আসন রফা নিয়ে বিজেপি সাথে আলোচনার পথ বন্ধ হয়ে গেছে৷ একথা জানালেন আইপিএফটি সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা৷ তাঁর কথায়, বিজেপি দুই আসনেই প্রার্থী দিচ্ছে৷ তাই, আইপিএফটিও লোকসভা নির্র্বচনে প্রার্থী প্রত্যাহার করবে না৷

এনসিবাবুর বক্তব্য, পূর্ব আসনের শর্তেই প্রার্থী ঘোষণা দিলেও প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে আইপিএফটি৷ শনিবার ত্রিপুরায় দুই আসনেই প্রার্থী ঘোষণা করার সাথে আলোচনার পথও খোলা রাখা হয়েছিল৷ কিন্তু, আজ জানতে পেরেছি দুই আসনেই বিজেপি প্রার্থী পদ চূড়ান্ত করেছে৷ স্থানীয় বিজেপি নেতারাও একথা স্বীকার করেছেন৷ কারণ, আনুষ্ঠানিক ভাবে বিজেপি এখনও প্রার্থী তালিকা ঘোষণা দেয়নি৷ তাই, স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলোচনায় স্পষ্ট হয়েছি দুই আসনেই বিজেপি প্রার্থী দিচ্ছে৷ ফলে, আলোচনার পথ বন্ধ হয়েছে বলেই আমরা মনে করছি৷ এনসিবাবুর দাবি, একক ভাবে লোকসভা নির্বাচনে আইপিএফটি প্রতিদ্বন্দ্বিতা করলেও রাজ্যে বিজেপি-আইপিএফটি জোটে তার কোনও প্রভাব পড়বে না৷ তবে, লোকসভা নির্বাচনের পর জোটের ভবিষ্যত চুড়ান্ত হতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন৷

