BRAKING NEWS

সীমান্তে চুপ পাকিস্তান, সতর্ক ভারত

শ্রীনগর, ৩ মার্চ (হি. স.) : শনিবার রাত থেকে রবিবার সন্ধে পর্যন্ত জম্মু ও কাশ্মীরের ভারত-পাক নিয়ন্ত্রণরেখা বরাবর এখনও পর্যন্ত পাকিস্তানের তরফে কোনওরকম গোলাবর্ষণের খবর পাওয়া যায়নি। প্রশাসনিক সূত্রের খবর, এদিন পুঞ্চ এবং রাজৌরি জেলার নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন না করলেও ভারতীয় সেনার তরফে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে বারোটা থেকে ২টো বেজে ৩০ মিনিটের মধ্যে রাজৌরির নওশেরা সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাবর্ষণ করেছিল পাকিস্তান। তবে, তারপর থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর আর কোথাও কোনও গোলাগুলির খবর পাওয়া যায়নি। এক প্রতিরক্ষা আধিকারিক এদিন জানিয়েছেন, \”শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত পাকিস্তানের তরফে কোনও শেলিং বা গোলাবর্ষণ হয়নি।\”


অন্যদিকে, হান্দওয়াড়ায় টানা ৬০ ঘন্টার জঙ্গি বনাম নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে তিন সিআরপিএফ জওয়ান, দুই জম্মু ও কাশ্মীর পুলিশকর্মী এবং এক সাধারণ নাগরিক শহিদ হয়েছেন। দুজন জঙ্গির মৃত্যুর খবরও পাওয়া গেছে এনকাউন্টার শেষে। এর আগে শনিবারই জম্মুর হোয়াইট নাইট কর্পসের প্রস্তুতি পরিদর্শনে আসেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। এদিন জম্মু ও কাশ্মীরে পাঁচ সেনা জওয়ানকে রাষ্ট্রীয় সম্মানে শেষ শ্রদ্ধা জানানো হয়। এদিন কাশ্মীরের আইজিপি এস পি পানি হান্দওয়াড়া এনকাউন্টার প্রসঙ্গে জানান, \”এনকাউন্টার শেষ হলেও তল্লাশি অভিযান চলছে। দুই জঙ্গির দেহ উদ্ধার করেছি আমরা, তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। জনবহুল এলাকা হওয়ায় এই এনকাউন্টার এতটা সময় ধরে চলল। ৩ জন সিআরপিএফ জোয়ান ও ২ জম্মু ও কাশ্মীর পুলিশকর্মীকে হারিয়েছি আমরা।\” এদিকে, টানা আটদিন ধরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণ করেছে পাকিস্তান। পাল্টা গুলি চালিয়ে আক্রমণ চালিয়ে গেছে ভারতীয় সেনা এবং নিরাপত্তা বাহিনীও। রাজ্যজুড়ে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিনিকেশ অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। তল্লাশি অভিযান এখনও জারি। সূত্রের খবর, গত মঙ্গলবার থেকে এপর্যন্ত বিভিন্ন সময়ে মোট ৫০ বার যুদ্ধবিরতি লঙ্ঘনে রাজৌরি এবং পুঞ্চের মোট ৮০টি গ্রাম ছিল পাকিস্তানের লক্ষ্যে। শনিবারও সংঘর্ষবিরতি লঙ্ঘনের সময় গোলাবর্ষণে গুরুতর আহত হয়েছেন একই পরিবারের তিন সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *